
সোনাইমুড়ি প্রতিনিধি:
নতুন ভবন নির্মানে ৩ লাখ টাকা চাঁদা না পেয়ে সোনাইমুড়ি উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের নাওড়ি গ্রামের বড় বাড়িতে ব্যবসায়ী বেলালের বাড়িতে হামলা করে নতুন ভবন নির্মানে বাধা দেয়া হয়েছে। এ সময় নির্মান শ্রমিকরা প্রতিবাদ করলে নতুন ভবন ভাংচুর করে ১০-১২ রাউন্ড ফাঁকা গুলি, ২০-২৫ টি ককটেল বিষ্ফোরন করে পিটিয়ে আহত করেছে ৫ জন। আহতদের মধ্যে আলী আকবর, হারুন, রুবেল সহ অপরদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
সোমবার দুপুর ১২ টায় পাশের মহব্বত আলী বাড়ির দীঘির পাড়ের মোবারক উল্লাহর ছেলে চিহ্নিত সন্ত্রসী নজরুল ইসলাম, তার ভাই শাহাদাত হোসেন, আলী আহমদের ছেলে ওমর আলী, জসিম উদ্দিনের ছেলে মোঃ মঞ্জু, পাশের সাত ঘরিয়া গ্রামের নেপার ছেলে আলমগীর হোসেন, অপর ক্যাডার টিংকুর নেতৃত্বে ২৫-৩০ জন অস্ত্রধারীরা এসে এ ঘটনা ঘটায়। থানার পুলিশ খবর পেয়ে সন্ত্রসীরা তাদের বিরুদ্ধে মামলা করলে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।
স্থানীয়রা জানান, ইউসুঝ জামাল গত ২০ দিন আগ থেকে বাড়িতে নতুন এক তলা পাকা ভবন নির্মান করতে শ্রমিক নিয়োগ করে। শ্রমিকেরা নিয়োগের পর থেকে ভবনের কাজ করছে। পাশের বাড়ির সন্ত্রসীরা ১০ দিন আগ থেকে নতুন ভবন নির্মান করতে ব্যবসায়ীর কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে ভবন নির্মানে বাধা দেয়। ইউসুফ ও তার ভাই প্রবাসী বেলাল সন্ত্রসীদের চাঁদার ব্যাপারটি থানাকে জানায়। থানার ৩ জন পুলিশ গত সোমবারে ঘটনাস্থলে এসে সন্ত্রাসীদের চাঁদা না নিতে সতর্ক করছে। থানাকে সংবাদ দেওয়ায় ক্ষিপ্ত হয়ে গতকাল সোমবার দুপুর ১২ টায় ওই সন্ত্রসীরা সশস্ত্র অবস্থায় ঘটনাস্থলে নির্মান ভবন ভাংচুর করে শ্রমিকদের মারধর করছে। থানায় সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ এলেও তাদেরকে এখনো গ্রেফতার করতে পারেনি। সন্ত্রাসীরা থানায় মামলা করলে প্রবাসী ও তার ভাইকে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।
এদিকে সোনাইমুড়ি থানার ওসি কাজী হানিফুল ইসলাম জানান, স্থানীয় কতেক চাঁদাবাজ সন্ত্রাসীরা প্রবাসীর বাড়িতে নতুন বাসা ভবন চাঁদা না পেয়ে বাধা দিয়ে ভাংচুর করে ককটেল বিষ্ফোরন করে চলে যায়। থানায় মামলা করলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- কাজী অফিস নোয়াখালী চৌমুহনী
- চাটখিলের শাহাপুরে আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন
- বন্ধু জুতা সেলাই করছেন, পাশে বসে গল্প করছেন মাশরাফি
- গতকাল থেকে খালেদা জিয়ার জ্বর
- জেলা প্রশাসক ও সিভিল সার্জন সমন্বয়ে প্রকাশ্যে পানের বিরুদ্ধে নিয়মিত অভিযান !
- নোয়াখালীতে মহিলা বিষয়ক দপ্তরে জাতীয় পতাকা না করায় তদপ্ত সাপেক্ষে রাষ্ট্রীয় আইনে বিচার করার অনুরোধ
- নোয়াখালীতে পূজামন্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান করেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী
- ব্র্যাক এর সহযোগীতায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত
- মেডিকেল সেন্টার উদ্বোধনের মধ্যদিয়ে শুরু, ভবিষ্যতে এটি নোবিপ্রবির আধুনিক হেলথ রিচার্স সেন্টারে উপনিত হবে – প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন
- বিআরটিএ নির্দেশনায় সুশৃঙ্খলভাবে পথ চলার আহবান করেন: জেলা প্রশাসক ও প্রকৌশলীগন
Leave a Reply