12512356_936583296437620_7668594164650906452_n

নোয়াখালীর পাতা ডেস্ক: অধিকার, মর্যাদায় নারী-পুরুষ সমানে সমান’ এই স্লোগানে নোয়াখালীতে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসক এক আলোচনা সভা আয়োজন করে জেলা প্রশাসক ও মহিলা বিষয়ক র্কমকর্তা।
12801491_936583593104257_7899020058915955998_n

আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস, সদর উপজেলা ইউএনও নুরুল ইসলাম, মহিলা বিষয়ক র্কমকর্তা শাহিদা আক্তার সহ নারীবান্ধব বিভিন্ন সামাজিক ও বেসরকারি এনজিও সংগঠন এবং শহরের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহন করে।

আলোচনা সভায় বক্তারা বলেন, নারীর দারিদ্র্য বিমোচন এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা বিধান,আর্থ-সামাজিক কর্মকাণ্ডে পূর্ণ ও সম অংশগ্রহণ, রাজনৈতিক দলের কমিটিতে কমপক্ষে এক-তৃতীয়াংশ নারী সদস্য অন্তভূক্তির সুযোগ সৃষ্টি করতে হবে তাহলে নারীরা তাদের সমান অধিকার ফিরে পাবে।

নোয়াখালীর পাতা ডেস্ক/০৮ মার্চ ২০১৬