151102034718_bd_supreme_court__640x360_supremecourt

প্রধান বিচারপতি ও উচ্চ আদালত নিয়ে মন্তব্য করায় বাংলাদেশের দু’জন মন্ত্রীকে আগামী ১৫ই মার্চ সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

এ দুইজন মন্ত্রী হলেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

এছাড়া আগামী ১৪ই মার্চের মধ্যে তাদের মন্তব্যের বিষয়ে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন আদালত।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেছেন মন্ত্রীদের বক্তব্য আদালত অবমাননার শামিল বলে আদালত মনে করছে এবং সেকারণেই কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে।

“একইসাথে আদালত বলেছে যে বক্তব্য দেয়া হয়েছে আদালত তাকে বিচার বিভাগের ওপর নগ্ন হস্তক্ষেপ বলে মনে করে”।