itvata_dainikdhakareport_34978
সেনবাগ প্রতিনিধি,
নোয়াখালীর সেনবাগে লাইসেন্স বিহীন পাঁচটি ইটভাটাকে ১লাখ ৭০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। একই সময় ইটভাটার মাটি পরিবহণের কাজে ব্যবহৃত পাঁচটি লাইসেন্স বিহীন ট্রাক্টরের ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার বিকেলে সেনবাগ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ¯েœহাশীষ দাশ, র‌্যাব ও পুলিশ সদস্যদের নিয়ে উপজেলার কাবিলপুর ও মোহাম্মদপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

আদালত সূত্রে জানা গেছে, বিনা লাইসেন্সে ইটভাটা পরিচালনার দায়ে মেঘনা ব্রিক্সের ৪০ হাজার টাকা, কেবিএম ব্রিক্সের ৩০ হাজার টাকা, ফাতেমা ব্রিক্সের ৪০ হাজার টাকা, ভাই ভাই ব্রিক্সের ২০ হাজার টাকা ও টরেন্টো ব্রিক্সের ৪০ হাজার টাকা, ইটভাটায় মাটি পরিবহণের কাজে ব্যবহৃত পাঁচটি ট্রাক্টরের ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় র‌্যাব-১১ দুই ডিএডি জয়দেব চন্দ্র দে ও আলী আজগর ছাড়াও সেনবাগ থানা পুলিশের একটি দল অভিযানে সহায়তা করে।

সেনবাগ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ¯েœহাশীষ দাশ জানান, উপজেলার অন্যান্য এলাকায় আরও যেসব লাইসেন্স বিহীন ইটভাটা রয়েছে সেগুলোতে পর্যায়ক্রমে অভিযান পরিচালনা করা হবে।