begger20160305132019

ডেস্ক- ব্রিটেনের ফুটপাতে বসা এক ভিক্ষুকের আয় শুনলে আপনার চোখ কপালে উঠবে। আপনি আর কি- সবচেয়ে বেশি চমকাবেন ব্রিটেনের প্রেসিডেন্ট ডেভিড ক্যামেরন।

চোখ সরু করে ক্যামেরন সে ভিক্ষুককে একবার দেখে নিতে চাইবেন নিশ্চয়ই। কেননা, এত্তো বড় একটা দেশ চালাতে গিয়ে নাভিশ্বাস উঠে যাচ্ছে ক্যামেরনের। তার বিনিময়ে যে টাকা পান, তা কিনা সারাদিন ফুটপাতে বসে থেকেই আয় করে এক ভিক্ষুক। হিংসে হবারই কথা। খবর- ডেইলি মেইল

ব্রিটেনের উল্ডভারহ্যাম্পটন শহরে বসা এ ভিক্ষুকের প্রতি সপ্তাহের আয় আড়াই হাজার পাউন্ড। মাসে ১০ হাজার পাউন্ড। বছরের হিসেবে তা ক্যামেরনের প্রায় সমান! ক্যামেরনের বার্ষিক আয় ১ লক্ষ ৩০ হাজার পাউন্ড। আর ভিক্ষুকের আয় তার থেকে মাত্র ১২ হাজার পাউন্ড কম মানে ১ লক্ষ ১৮ হাজার পাউন্ড।

২৮ বছর বয়সী এই ভিক্ষুক নিজের নাম প্রকাশ করতে চান না।

উল্ভারহ্যাম্পটনের পরিবেশ বিভাগের প্রধান স্টিভ ইভানস বলেন, এ ধরনের পেশাদার ভিখারির সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। এদের গাড়ি-বাড়ি সব আছে। ব্রিটেনের রাস্তায় ঘণ্টায় এই ভিখারিদের আয় প্রায় ৭ ইউরো।

চলতি সপ্তাহে উল্ভারহ্যাম্পটনের পরিবেশ বিভাগের এক প্রতিবেদনে বলা হয়, ব্রিটেনে প্রতি পাঁচজন ভিখারির মধ্যে মাত্র একজনের বাড়ি-ঘর নেই। অনেকেই লাভজনক পেশা হিসেবে ভিক্ষাবৃত্তিকে বেছে নিচ্ছেন।