12418896_923651701065403_521582450805654320_o
কোম্পানীগঞ্জ প্রতিনিধি:

 

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচনের (দ্বিতীয় দফা) প্রথম দিনে মনোনয়নপত্র বাছাই পর্বে দুজনের মনোয়নপত্র বাতিল করা হয়েছে।


এর মধ্যে ৫নং চরফকিরা ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) মোহাম্মদ সলিম উল্যাহ (টেলু) ইসলামী ব্যাংক চাপরাশীরহাট শাখা থেকে ৬১লাখ ৬৬হাজার ৪শত ৪ টাকা ঋণ খেলাপী হওয়ায় বাছাইকালে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

অপরদিকে চরফকিরা ইউপির সংরক্ষিত ২নং ওয়ার্ড থেকে প্রার্থী নাছরিন আক্তারের নির্বাচনী আয়-ব্যয় হিসাবপত্রে স্বাক্ষর না থাকায় তার মনোনয়নপত্রও বাতিল করা হয়েছে।