WP_20160304_005

নোয়াখালীর পাতা ডেস্ক:
নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার ৬ নং রাজগন্জ ইউনিয়নের সুনামধন্য বিদ্যালয় গুলোর মধ্যে অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান বাবুপুর জিরতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়।

বিদ্যালয়টির প্রতিষ্ঠাকাল ১৯২৮ হলে ও উন্নয়ন আর আধুনিক ও মানসম্মত শিক্ষাঙ্গন অনেকটা পিছিয়ে অত্র বিদ্যালয়টি।

সরেজমিনে গিয়ে দেখা যায় যে প্রয়োজনীয় আসবাবপত্রের সল্পতার কারনে ছোট ছোট কমলমতি শিক্ষার্থীরা মেঝেতে বসে শ্রেণীকক্ষের প্রত্যহ পাঠদান গ্রহন করছে।

WP_20160304_008

তাছাড়া বিদ্যালয়টিতে রয়েছে পর্যাপ্ত শ্রেণীকক্ষের ও সংকট। যার ফলে শিক্ষার্থীদের পাঠদানে ও বিঘ্ন ঘটে।

এতসব দুঃভোগ, দুর্দশার মাঝেও থেমে নেই অএ বিদ্যালয়ের ছাএ – ছাএীরা। প্রতি বছরই রয়েছে বিদ্যালয়টির উল্ল্যাযোগ্য সফল্য।

বিদ্যালয়ে পরিচালনা কমিটির সভাপতি ডা. সালাহ্ উদ্দিন ও প্রধান শিক্ষক মিসেস মনোয়ারা বেগম জানান- বহু বার সমস্যা গুলো তুলে ধরা হলে ও সমাধানের কোন সাড়া পাওয়া যায় নাই।