download

নোয়াখালীর পাতা ডেস্ক:
চাটখিল: নোয়াখালীর জেলার চাটখিল উপজেলার রামনারায়নপুর ও পরকোর্ট ইউনিয়ন থেকে জমজ দুই ভাইসহ ৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত পৃথক স্থান থেকে মৃতদেহ গুলো উদ্ধার করা হয়। নিহতরা হচ্ছেন, রামনারায়নপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের কামার বাড়ীর সৌদি প্রবাসী শহীদ উল্লার ছেলে মাহমুদ হাসান (২) ও মাইনুল হোসেন (২)। অপর নারীর পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে দুই ভাই মাহমুদ ও মাইনুল তাদের বাড়ীর আঙ্গিনায় খেলা করছিল। ১০টার দিকে তাদের দু’জনকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খুঁজতে থাকে। এর এক পর্যায়ে তাদের বাড়ির পাশে পুকুরের মধ্যে দুই জমজ শিশুর মৃতদেহ দেখতে পেয়ে পরিবারের লোকজন উদ্ধার করে।
অপরদিকে, দুপুরে চাটখিল উপজেলার পরকোর্ট ইউনিয়নের চোচালিয়া গ্রামের পাটোওয়ারী বাড়ির পুকুরে এক বৃদ্ধা নারীর মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিম উদ্দিন জানান, অজ্ঞাতপরিচয় এক নারীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে সে একজন ভিক্ষুক ও কোন একসময় পুকুরে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।