Snapshot - 9
নোয়াখালীর পাতা ডেস্ক:
বেগমগঞ্জ: নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে পুলিশি নির্যাতন, ফল ব্যবসায়ী বদিউজ্জামান সুমনের বিরুদ্ধে উদ্দেশ্য প্রনোদিত মিথ্যা মামলা প্রত্যাহার ও পরিবারের সদস্যদের নিরাপত্ত চেয়ে শনিবার সকালে নোয়াখলী টিভি সাংবাদিক ফোরামের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেছে ব্যবসায়ী বদিউজ্জামান সুমনের পরিবার।

সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সুমনের ছোটভাই মশিউর রহমান সুজন, এসময় সুমনের স্ত্রী রোজিনা বেগম, বাজারের ফল ব্যবসায়ী, এলাকাবাসী ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতিনিধি বৃন্দত উপস্থিত ছিলেন।

এ অবস্থায় সুমনের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলার নিরপেক্ষ তদন্তের দাবী ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কতৃপক্ষ, স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।