নোয়াখালী | তারিখঃ ডিসেম্বর ১, ২০২০ | নিউজ টি পড়া হয়েছেঃ 620317 বার

আবুল কালাম আজাদ (স্বাধীন), জাতীয়: দৈনিক আমার সময় ও নোয়াখালীর পাতা, নোয়াখালী প্রতিনিধি: জাতীয় পতাকা শুধু একটি কাপড় নয়। স্বাধীন, সার্বভৌম বাংলাদেশের অত্তি¡ত্বের প্রতিক হচ্ছে আমাদের প্রিয় লাল সবুজ পতাকা। জেনে হোক বা অজ্ঞতার কারণে হোক, জাতীয় পতাকার অবমাননা একটি শাস্তিযোগ্য অপরাধ। জাতীয় পতাকা কীভাবে ব্যবহৃত হবে, সে সম্পর্কে সুস্পষ্ট আইন থাকা সত্তে¡ও অজ্ঞতার কারণে তার লঙ্ঘন হচ্ছে প্রতিনিয়ত। অজ্ঞতার কারণে বিগত ১৯ সালের পর হতে এ রিপোর্ট লেখা পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলন না করার সন্ধান পাওয়া গেছে,নোয়াখালী জেলা মহিলা বিষয়ক অফিসে অনেক কার্যদিবসে যথাযোগ্য মর্যদা দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হতো না। সরজমিন ঘটনাস্থলে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২ ঘটিকায় গিয়ে এর সত্যতা পাওয়া যায়। তাৎক্ষণিক জাতীয় পতাকা উত্তোলণ করা হয় নি, এ দৃশ্য দেখিয়ে উপ-পরিচালক ( অঃদাঃ) কামরুন নাহার এর বক্তব্য জানতে চাইলে তিনি পতাকা উত্তোলনের দায়িত্বে নিয়োজিত অফিস সহায়ক মোঃ ফজলুকে ফোনে ডেকে পাঠিয়ে পতাকা উত্তোলন করান। দায়িত্বে অবহেলার কারণে মোঃ ফজলুকে কারণ দর্শানোর নোটিশ দিবেন বলে সাংবাদিকদের আশ্বস্থ করেন । অভিযুক্ত মোঃ ফজলুর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অফিসের কোন উর্দ্ধতন কর্মকর্তা কখনও তাকে পতাকা উত্তোলনের জন্য বলেন নি। কিন্তু দায়িত্ব প্রাপ্ত উপ-পরিচালক কামরুন নাহার পতাকা উত্তোলনের পুরো দায়-ভার অফিস সহায়ক মো: ফজলুর উপর চাপিয়ে, তিনি তার দায় এড়াতে চেয়েছেন। আইনের ৫ ধারায় বলা হয়েছে, জাতীয় পতাকার প্রতি অবমাননা প্রদর্শন করা বা জাতীয় পতাকার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন না করলে ওই ব্যক্তিকে ১ হাজার টাকা জরিমানা করা হবে।
২০১০ সালের জুলাই মাসে এই আইন সংশোধিত হয়। এই সংশোধনীতে সর্বোচ্চ ২ বছর পর্যন্ত শাস্তি এবং ১০ হাজার টাকা অর্থদন্ডের বিধান রাখা হয়। না জেনে, না বুঝে আর অতি উচ্ছ¡াসে যারা পতাকা ব্যবহারবিধি লঙ্ঘন করেন, তাদের অপরাধের মাত্রা বিবেচনা করে এই শাস্তি বিধান যথাযথ হতে পারে। এ বিষয়ে নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম গতকাল দুপুর ৩.৫০ মিনিটে মোবাইলে ফোনে তদন্ত করে ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন। তিনি আরও বলেন, জাতীয় পতাকা অবমানোনার সুযোগ নাই, দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে এবং এই প্রতিষ্ঠানের উপ-পরিচালক তার দায় তিনি এড়াতে পারেন না বলেও তিনি জানান। ছবিতে দেখা যাচ্ছে, পূর্বে জাতীয় পতাকা উত্তোলিত না করা ছবি। সাংবাদিকদের কাছে জবাব দিহিতার ভয়ে কোন রকম একটি প্লাগ উত্তোলন করতে দেখা যাচ্ছে। কিন্তু যে পতাকাটি বর্তমানে উত্তোলন করছে সেটি দৈর্ঘ্য – প্রস্থের সরকারি নিয়মের পরিপন্থি বলে স্থানীয় সূত্রে জানাগেছে। দপ্তরে যারা যারা গত ২ বছর ধরে চাকুরী করে এ অপরাধের বিচার কি হবে না? তাছাড়া মুক্তিযোদ্ধের স্বপক্ষের শক্তির রাষ্ট্র পরিচালনা কারী সরকার বাহাদুর আমাদের গৌরবের জাতীয় পতাকাকে অপমানিত করার বিচার কি করবে না?
এ বিভাগের অন্যান্য সংবাদ
- চাটখিলের শাহাপুরে আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন
- বন্ধু জুতা সেলাই করছেন, পাশে বসে গল্প করছেন মাশরাফি
- গতকাল থেকে খালেদা জিয়ার জ্বর
- জেলা প্রশাসক ও সিভিল সার্জন সমন্বয়ে প্রকাশ্যে পানের বিরুদ্ধে নিয়মিত অভিযান !
- নোয়াখালীতে পূজামন্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান করেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী
- ব্র্যাক এর সহযোগীতায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত
- মেডিকেল সেন্টার উদ্বোধনের মধ্যদিয়ে শুরু, ভবিষ্যতে এটি নোবিপ্রবির আধুনিক হেলথ রিচার্স সেন্টারে উপনিত হবে – প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন
- বিআরটিএ নির্দেশনায় সুশৃঙ্খলভাবে পথ চলার আহবান করেন: জেলা প্রশাসক ও প্রকৌশলীগন
- সোনাইমুড়ির মানিক্যনগর মহিলা মাদ্রাসার নতুন ভবন জাহাঙ্গীর আলমের আবেদনে মন্ত্রীর অনুমোদন
- নোয়াখালীর একলাশপুরে কিশোর গ্যাং এর ৭ সদস্য আটক
Leave a Reply