Noakhali news 05-03-2016 by GKRahat Noakhali Images (2)

নোয়াখালীর পাতা ডেস্ক:
ভূমিকম্প মোকাবেলা ও ক্ষয়ক্ষতি সীমিত রাখার লক্ষ্যে  নোয়াখালী জিলা স্কুল মাঠে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভূমিকম্প সচেতনতা বিষয়ক মহড়া মহড়া অনুষ্ঠিত হয়। শনিবার দপুরে জেলা প্রশাসন আয়োজিত এই মহড়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চট্টগ্রাম অঞ্চলের উপ পরিচালক সমরেন্দ্র নাথ বিশ^াসের নেতৃত্বে বিভিন্ন ইউনিটের শতাধিক কর্মী ছাড়াও রেডক্রিসেন্টের স্বেচ্ছাসেবক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউটরা অংশ নেন। মহড়ায় অগ্নিনির্বাপন, বহুতল ভবন থেকে আটকে পড়া মানুষ উদ্ধার সহ দুর্যোগকালীন বিভিন্ন উদ্ধার কার্যক্রম প্রদর্শিত হয়। জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস, পুলিশ সুপার ইলিয়াছ শরীফ পিপিএম মগড়া প্রত্যক্ষ করেন।

নোয়াখালীর পাতা ডেস্ক/০৫ মার্চ ২০১৬/