নোয়াখালী | তারিখঃ অক্টোবর ২৬, ২০২০ | নিউজ টি পড়া হয়েছেঃ 649121 বার

আবুল কালাম আজাদ (স্বাধীন),নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) তিনতলা ভিতে নবনির্মিত মেডিকেল সেন্টার এর উদ্বোধনী অনুষ্ঠান গতকাল সোমবার (১২ অক্টোবর ২০২০) সকালে কেন্দ্রের নিচতলায় অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম। অনুষ্ঠানে মাননীয় উপাচার্য চিকিৎসকদের মানবসেবায় ব্রতী হওয়ার আহŸান জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন নোবিপ্রবি কোষাধ্যক্ষ ও চীফ মেডিকেল অফিসার প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, সাধারণ সম্পাদক মজনুর রহমান, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন। অনুষ্ঠানে অন্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফিরোজ আহমেদ, পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক এএইচএম নিজাম উদ্দিন চৌধুরি, মেডিকেল সেন্টারের ডেপুটি চিফ মেডিকেল অফিসার (চলতি দায়িত্ব) ডা: ইসমত আরা পারভীনসহ নোবিপ্রবি বিভিন্ন দপ্তরসমূহের পরিচালকবৃন্দ এবং ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। সবশেষ দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা গিয়াস উদ্দিন। এবিষয়ে চীপ মেডিকেল অফিসার ড. মোহাম্মদ ফারুক উদ্দিন বলেন, নোবিপ্রবিতে ৭৫০০ ছাত্র-ছাত্রী ও ৮০০ জন শিক্ষক কর্মকর্তা-কর্মচারীদের জন্য এ মেডিকেল সেন্টারে বর্তমানে প্রাথমিক চিকিৎসা প্রদান হয়ে থাকে। তিনি বলেন, ভবিষ্যতে অত্যন্ত আধুনিক মানের মেডিকেল হেলথ রিচার্স সেন্টার হিসেবে হিসেবে উপনিত করা হবে ।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- চাটখিলের শাহাপুরে আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন
- বন্ধু জুতা সেলাই করছেন, পাশে বসে গল্প করছেন মাশরাফি
- গতকাল থেকে খালেদা জিয়ার জ্বর
- জেলা প্রশাসক ও সিভিল সার্জন সমন্বয়ে প্রকাশ্যে পানের বিরুদ্ধে নিয়মিত অভিযান !
- নোয়াখালীতে মহিলা বিষয়ক দপ্তরে জাতীয় পতাকা না করায় তদপ্ত সাপেক্ষে রাষ্ট্রীয় আইনে বিচার করার অনুরোধ
- নোয়াখালীতে পূজামন্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান করেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী
- ব্র্যাক এর সহযোগীতায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত
- বিআরটিএ নির্দেশনায় সুশৃঙ্খলভাবে পথ চলার আহবান করেন: জেলা প্রশাসক ও প্রকৌশলীগন
- সোনাইমুড়ির মানিক্যনগর মহিলা মাদ্রাসার নতুন ভবন জাহাঙ্গীর আলমের আবেদনে মন্ত্রীর অনুমোদন
- নোয়াখালীর একলাশপুরে কিশোর গ্যাং এর ৭ সদস্য আটক
Leave a Reply