2
কোম্পানীগঞ্জ প্রতিনিধি :
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নে আবারও দুর্ধর্ষ ডাকতির ঘটনায় পারভীন আক্তার(২৫) নামে একজন গুলিবিদ্ধসহ ৪জন আহত হয়েছে। বৃহস্পতিবার গভীর রাত আনুমানিক রাত সাড়ে ৩টার দিকে এ দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। এসময় আহতরা হলেন, গুলিবিদ্ধ পারভীনের মা আজিমা খাতুন(৪৫), ভাই মোস্তফা(২০), বোন ফেনী জিয়া মহিলা কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্রী আঁখি(১৯)। গভীর রাতে সিরাজপুর ইউনিয়নের হাবিবপুর স্কুলের পার্শে¦ নতুন পুকুর এলাকার ইলিয়াছ মিয়ার নতুন বাড়ীতে মুখোশপরা অস্ত্রধারী ডাকাতদল দরজা ভেঙে প্রবেশ করে। বাড়ীর মালিক ইলিয়াছ মিয়াসহ প্রত্যক্ষদর্শী অন্যান্যরা জানান, ডাকাতদল ২ভরি স্বার্ণলঙ্কার ও অন্যান্য মালামালসহ প্রায় ২লাখ টাকার জিনিসপত্র লুট করে নিয়ে যায়। ঘটনাস্থলে গিয়ে জানা গেছে, মুখোশপরা ডাকাতদলের একজনের মুখোশ, ইলিয়াছের মেয়ে পারভীন আক্তার টেনে খুলে ফেলে। পারভীন ওই ডাকাতকে চিনতে পারায়, তাৎক্ষনিকভাবে মুখোশ খুলে ফেলা ডাকাত পারভীন আক্তারকে হত্যার উদ্দেশ্যে পেটে ও ডান পায়ের হাঁটুর উপরিভাগে পর পর দু’টি গুলি করে। এসময় গুলিবিদ্ধ পারভীন ঘরের মেঝেতে লুটিয়ে পড়ে। অপর ডাকাতরা পারভীনের ভাই মোস্তফা, মা আজিমা খাতুন ও বোন আঁখিকে কুপিঁয়ে আহত করে। গুরুতর আহত ও মূমুর্ষ অবস্থায় গুলিবিদ্ধ পারভীন আক্তার, আজিমা খাতুন ও মোস্তফাকে নোয়াখালী জেলা সদরে মাইজদি গ্রামীন হাসপাতালে ভর্তি করা হয়। সংবাদ পেয়ে পুলিশ ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন করেন।

প্রসঙ্গত, গত কয়েকদিনে সিরাজপুর ইউনিয়নে স্থানীয় সাপ্তাহিক নোয়াখালী কণ্ঠ পত্রিকার সম্পাদকের বাড়ীসহ ৭-৮টি বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। এছাড়াও গত কয়েকদিন ধরে সিরাজপুর ইউনিয়নের সর্বত্র চুরি, সিঁদেল চুরি, ছিনতাইয়ের ঘটনা অব্যাহত রয়েছে।