12688174_1058705857504833_1625195765901626583_n
চাটখিল প্রতিনিধি:
নোয়াখালী জেলার চাটখিল থানা পুলিশ আজ শুক্রবার সকালে উপজেলার পশ্চিম শোশালিয়ার নসীব উল্যা পাটওয়ারী বাড়ির পূর্ব পার্শে^র কবর স্থান সংলগ্ন পুকুরের পাশ থেকে অজ্ঞাত নামা আনুমানিক ৫০-৫৫ বয়সী এক মহিলার লাশ উদ্ধার করেছে।
চাটখিল থানার এস. আই রেজাউল জানান, সকালে স্থানীয় এলাকাবাসী খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোরখা পরা অজ্ঞাত নামা মহিলার লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
৩নং পরকোট ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চকিদার নজরুল ইসলাম জানান, এই মহিলাকে তিনি ভিক্ষা বৃত্তি করতে দেখেছেন। চাটখিল থানার ওসি নাছিম উদ্দীন বলেন, লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হবে।