বাংলাদেশের কাছে হারে এক পাকিস্তানির আত্মহত্যা

বাংলাদেশের কাছে হারে এক পাকিস্তানির আত্মহত্যা

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে জুয়া খেলেছিলেন মোহাম্মদ শফিক। বাজি ধরেছিলেন। এই পাকিস্তানি সেই বাজিতে হেরে গেলেন। কারণ, বাংলাদেশ এশিয়া কাপের ম্যাচটিতে পাকিস্তানকে হারিয়েছে। শফিক এরপর বেছে নিলেন আত্মহত্যার পথ। বৃহস্পতিবার অফিসের ফ্যানের সাথে ঝোলানো তার লাশ মিলেছে।

৫০ বছর বয়সী শফিকের খুব বিশ্বাস ছিল পাকিস্তান দলের ওপর। তাই বাজি ধরেছিলেন নিজের এক মাসের বেতন। কিন্তু দলের হারের পর সেই ধাক্কাটা সামলাতে পারেননি। কাজ করতেন পাঞ্জাবের সেচ বিভাগে। আর এই অফিসেই শফিকের লাশ পাওয়া গেছে।

শফিকের ভাই মোহাম্মদ রমজান জানিয়েছেন, তার ভাই বেতনের ৩০ হাজার টাকাই জুয়ায় লাগিয়েছিলেন। “আমার ভাই এই ম্যাচে তার টাকা হারার পর আত্মহত্যা করেছেন-” বলেছেন রমজান।

সূত্র- কালের কণ্ঠ অনলাইন