বি: প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও হত্যাসহ একাধিক মামলার আসামী বাবুল হোসেন ওরপে গুটি বাবুল (৩০) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১। এ সময় তার নিকট থকে একটি দেশীয় এক নলা বন্দুক, এক রাউন্ড কার্তুজ, চারটি ককটেল, চারটি কিরিচ ও ২৯০টি ইয়াবা উদ্ধার করা হয়।

র‌্যাব-১১ সিপিসি-৩ লক্ষীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক পুলিশ সুপার নরেশ চাকমা মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে এক সংবাদ সম্মলনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সোমবার রাতে বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের রামেশ্বরপুর গ্রাম থেকে বাবুলকে গ্রেপ্তার করে।

তিনি আরও জানান, বাবুলের বিরুদ্ধে ২০১৫ সালে ইউনিয়ন ছাত্রলীগের সহ সভপাতি শাহাদাত হোসেন শিপন হত্যা মামলার প্রধান আসামী সহমোট ৬টি মামলা রয়েছে।