প্রতিনিধি::” বঙ্গবন্ধুর সোনার বাংলা শেখ হাসিনার অবদান, বিনামূল্যে লিগ্যাল এইড সেবাদান” এ স্লোগানকে সামনে রেখে নোয়াখালীতে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে ফিতা কেটে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়। পরে র‌্যালীর মাধ্যমে আদালত প্রাঙ্গন থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে প্রশাসক কার্যালয়ে মিলিত হয়।

পরে লিগ্যাল এইড বিষয়ক মেলাসহ নানা আয়োজনে জেলা জজ আদালত প্রাঙ্গনে দিবসটি পালন করে লিগ্যাল এইড কমিটি ।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা জজ ছালেহ উদ্দিন আহমেদ,নোয়াখালী জেলা প্রশাসক তন্ময় দাস, নোয়াখালী পুলিশ সুপার ইলিয়াস শরীফ, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্যাট আলমগীর ফারুকী ও কাজী খসরু সহজেলা জজ আদালতের বিচারক ও প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।