প্রতিনিধি: নোয়াখালীতে মাদরাসাসহ সকল বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করনের দাবীতে বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এ্যাসোসিয়েশন নোয়াখালী শাখার আয়োজনে শিক্ষকদের সম্মেলন সদর উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
এ্যাসোসিয়েশন এর জেলা শাখার সভাপতি ফখরুল ইসলাম এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন এর কেন্দ্রীয় সভাপতি ও বেসরকারী শিক্ষক কর্মচারী কল্যান ট্রাস্ট এর সদস্য হারুন অর রশিদ, কেন্দ্রীয় মহাসচিব জহির উদ্দিন হাওলাদার। এছাড়া আরও উপস্থিত ছিলেন, শিক্ষক সম্মেলনের আহŸয়ক আব্দুল কাদের, সমিতির সাধারন সম্পাদক রাফি উদ্দিন শামীমসহ শিক্ষকদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সম্মেলনে শিক্ষক নেতৃবৃন্দ অবিলম্বে মাদরাসাসহ সকল বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করনের দাবী জানান এবং ফেনী মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী জানান।