বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগের নোয়াখালী ভেন্যুতে ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান স্পোটিং কাবকে এক শূন্য গোলে হারালো নবাগত নোফেল স্পোটিং কাব। খেলার ৮২ মিনিটের সময় নোফেলের মাসুদ রানা কে মোহামেডানের ডিফেন্ডার মিশু বক্সের ভিতরে ফাউল করলে পেনাল্টি পায় নোফেল। ইসমাইল বাঙ্গুরা গোল করে দলকে জয় এনে দেন।

খেলা শুরু থেকে দুই দলের অগোছালো ফুটবল খেলে। প্রথমার্ধে কোনো দলই পরিকল্পিত আক্রমণ করতে পারেনি কেউই। তবে দ্বিতীয়ার্ধে নোফেল মাঝ মাঠে খেলা নিয়ন্ত্রণে নিয়ে একাধিক আক্রমণ করে। কিন্তু অনভিজ্ঞ ফরোয়ার্ডদের ব্যর্থতায় বারবারই লক্ষ্যভ্রষ্ট হয়। ধারাবাহিক আক্রমণে খেলার ৮২ মিনিটের সময় নোফেলের মাসুদ রানা মোহামেডানের একাধিক খেলোয়াড়কে কাটিয়ে ডিবক্সের ভিতরে ঢুকলে মোহামেডানের ডিফেন্ডার মিশু তাকে ফাউল করেন। রেফারি মিজানুর রহমান সাথে সাথে পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি থেকে ইসমাইল বাঙ্গুরা গোল করে দলকে জয় এনে দেন।

এ দিকে আজ ছিল নোফেলের অধিনায়ক আকবর হোসেনের রিদনের বিদায়ী ম্যাচ। দীর্ঘ ২১ বছরের খেলোয়াড়ী জীবনে রিদন ঢাকা প্রিমিয়ার লীগের একাধিক দলে খেলেছেন। ১৯৯৭ সালে তৃতীয় বিভাগের দল লাল মাটিয়ার হয়ে খেলেয়াড়ী জীবন শুরু করেন তিনি। এর পর মুক্তিযোদ্ধা, আরামবাগ, বিআরটিসি, চট্টগ্রাম মোহামেডান, ঢাকা মোহামেডান, ফেনী সকার কাবসহ প্রিমিয়ারের একাধিক কাবে খেলেছেন তিনি। জাতীয় দলের সাবেক এ ফরোয়ার্ড আজকের খেলার ১৪ মিনিটে মাঠ থেকে বেরিয়ে আসলে তমুল করতালির মাধ্যমে ফুলের শুভেচ্ছায় সিক্ত হন বৃহত্তর নোয়াখালীর কৃতি এ স্ট্রাইকার।