
বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগের নোয়াখালী ভেন্যুতে ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান স্পোটিং কাবকে এক শূন্য গোলে হারালো নবাগত নোফেল স্পোটিং কাব। খেলার ৮২ মিনিটের সময় নোফেলের মাসুদ রানা কে মোহামেডানের ডিফেন্ডার মিশু বক্সের ভিতরে ফাউল করলে পেনাল্টি পায় নোফেল। ইসমাইল বাঙ্গুরা গোল করে দলকে জয় এনে দেন।
খেলা শুরু থেকে দুই দলের অগোছালো ফুটবল খেলে। প্রথমার্ধে কোনো দলই পরিকল্পিত আক্রমণ করতে পারেনি কেউই। তবে দ্বিতীয়ার্ধে নোফেল মাঝ মাঠে খেলা নিয়ন্ত্রণে নিয়ে একাধিক আক্রমণ করে। কিন্তু অনভিজ্ঞ ফরোয়ার্ডদের ব্যর্থতায় বারবারই লক্ষ্যভ্রষ্ট হয়। ধারাবাহিক আক্রমণে খেলার ৮২ মিনিটের সময় নোফেলের মাসুদ রানা মোহামেডানের একাধিক খেলোয়াড়কে কাটিয়ে ডিবক্সের ভিতরে ঢুকলে মোহামেডানের ডিফেন্ডার মিশু তাকে ফাউল করেন। রেফারি মিজানুর রহমান সাথে সাথে পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি থেকে ইসমাইল বাঙ্গুরা গোল করে দলকে জয় এনে দেন।
এ দিকে আজ ছিল নোফেলের অধিনায়ক আকবর হোসেনের রিদনের বিদায়ী ম্যাচ। দীর্ঘ ২১ বছরের খেলোয়াড়ী জীবনে রিদন ঢাকা প্রিমিয়ার লীগের একাধিক দলে খেলেছেন। ১৯৯৭ সালে তৃতীয় বিভাগের দল লাল মাটিয়ার হয়ে খেলেয়াড়ী জীবন শুরু করেন তিনি। এর পর মুক্তিযোদ্ধা, আরামবাগ, বিআরটিসি, চট্টগ্রাম মোহামেডান, ঢাকা মোহামেডান, ফেনী সকার কাবসহ প্রিমিয়ারের একাধিক কাবে খেলেছেন তিনি। জাতীয় দলের সাবেক এ ফরোয়ার্ড আজকের খেলার ১৪ মিনিটে মাঠ থেকে বেরিয়ে আসলে তমুল করতালির মাধ্যমে ফুলের শুভেচ্ছায় সিক্ত হন বৃহত্তর নোয়াখালীর কৃতি এ স্ট্রাইকার।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- কাজী অফিস নোয়াখালী চৌমুহনী
- চাটখিলের শাহাপুরে আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন
- বন্ধু জুতা সেলাই করছেন, পাশে বসে গল্প করছেন মাশরাফি
- গতকাল থেকে খালেদা জিয়ার জ্বর
- জেলা প্রশাসক ও সিভিল সার্জন সমন্বয়ে প্রকাশ্যে পানের বিরুদ্ধে নিয়মিত অভিযান !
- নোয়াখালীতে মহিলা বিষয়ক দপ্তরে জাতীয় পতাকা না করায় তদপ্ত সাপেক্ষে রাষ্ট্রীয় আইনে বিচার করার অনুরোধ
- নোয়াখালীতে পূজামন্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান করেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী
- ব্র্যাক এর সহযোগীতায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত
- মেডিকেল সেন্টার উদ্বোধনের মধ্যদিয়ে শুরু, ভবিষ্যতে এটি নোবিপ্রবির আধুনিক হেলথ রিচার্স সেন্টারে উপনিত হবে – প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন
- বিআরটিএ নির্দেশনায় সুশৃঙ্খলভাবে পথ চলার আহবান করেন: জেলা প্রশাসক ও প্রকৌশলীগন
Leave a Reply