hatiya

হাতিয়া প্রতিনিধি: নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় সোমবার বিকালে উপজেলা পরিষদ হলরুমে শিশুর প্রতি সহিংশতা ও বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতা মূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের সহযোগিতায় সঞ্জীবনি মানবিক উন্নয়ন সংস্থার উদ্যোগে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো: মইন উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রসাশক বদরে মুনির ফেরদৌস, বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাহেদা আক্তার, সঞ্জীবনি উন্নয়ন সংস্থার সভাপতি সাজেদা বেগম।

বক্তারা বলেন- বাল্য বিবাহ দেশের একটি বড় সমস্যা। এটি একটি বড় অপরাধ। বাল্য বিবাহ দেশের উন্নয়নের ক্ষেত্রে প্রধান বাধা। প্রশিক্ষন কর্মশালায় অংশ গ্রহন করেন মসজিদের ইমাম, বিবাহ রেজিষ্টার কাজী, সাংবাদিক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক/শিক্ষিকা অভিভাবকবৃন্দ।