শিক্ষাঙ্গান | তারিখঃ জানুয়ারি ১২, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 699 বার

ছবি : ইন্টারনেট
চট্টগ্রামে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে আহমদ শফীর বক্তব্য নিয়ে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
এসময় হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফীর নারী শিক্ষা নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা একেবারে তার ‘ব্যক্তিগত’ বলে মন্তব্য করেন তিনি।
আজ শনিবার (১২ জানুয়ারি) সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার নওফেল বলেন, ‘বিগত সময়ের মতো পাঠ্যপুস্তকগুলোতে সাম্প্রদায়িক কোনো কিছু যেন না থাকে সে বিষয়ে বিশেষ দৃষ্টি রাখবে শিক্ষা মন্ত্রণালয়।’
তিনি আরও বলেন, ‘আহমদ শফী দেশের একজন নাগরিক হিসেবে তার নিজের একটি বিশ্লেষণ দিয়েছেন। সেটা আমাদের রাষ্ট্রীয় নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আমাদের সংবিধান অনুসারে সকলের সমান অধিকার নিশ্চিত করা হয়েছে। এজন্য আমরা যেন বৈষম্যমূলক কোনো মন্তব্য না করি।’
এ সময় শিক্ষা খাতের নানা গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে আলোচনা করেন উপমন্ত্রী।
এর আগে গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রামের আল জামিআতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা প্রাঙ্গণে মেয়েদের স্কুল-কলেজে না দিতে, এমনকি দিলেও সর্বোচ্চ ক্লাস ফোর বা ফাইভ পর্যন্ত পড়ানোর জন্য ওয়াদা নিয়েছেন হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফি।
আহমদ শফি বলেন, ‘আপনাদের মেয়েদের স্কুল-কলেজে দেবেন না। ক্লাস ফোর বা ফাইভ পর্যন্ত পড়াতে পারবেন। আর বেশি যদি পড়ান… পত্র-পত্রিকায় দেখতেছেন আপনারা… মেয়েকে ক্লাস এইট, নাইন, টেন, এমএ, বিএ পর্যন্ত পড়ালে ওই মেয়ে কিছুদিন পর আপনার মেয়ে থাকবে না। তাই আপনারা আমার সাথে ওয়াদা করেন। বেশি পড়ালে আপনার মেয়েকে টানাটানি করে অন্য পুরুষ নিয়ে যাবে। এ ওয়াজটা মনে রাখবেন।’
এ বিভাগের অন্যান্য সংবাদ
- চাটখিলের শাহাপুরে আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন
- বন্ধু জুতা সেলাই করছেন, পাশে বসে গল্প করছেন মাশরাফি
- গতকাল থেকে খালেদা জিয়ার জ্বর
- জেলা প্রশাসক ও সিভিল সার্জন সমন্বয়ে প্রকাশ্যে পানের বিরুদ্ধে নিয়মিত অভিযান !
- নোয়াখালীতে মহিলা বিষয়ক দপ্তরে জাতীয় পতাকা না করায় তদপ্ত সাপেক্ষে রাষ্ট্রীয় আইনে বিচার করার অনুরোধ
- নোয়াখালীতে পূজামন্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান করেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী
- ব্র্যাক এর সহযোগীতায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত
- মেডিকেল সেন্টার উদ্বোধনের মধ্যদিয়ে শুরু, ভবিষ্যতে এটি নোবিপ্রবির আধুনিক হেলথ রিচার্স সেন্টারে উপনিত হবে – প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন
- বিআরটিএ নির্দেশনায় সুশৃঙ্খলভাবে পথ চলার আহবান করেন: জেলা প্রশাসক ও প্রকৌশলীগন
- সোনাইমুড়ির মানিক্যনগর মহিলা মাদ্রাসার নতুন ভবন জাহাঙ্গীর আলমের আবেদনে মন্ত্রীর অনুমোদন
Leave a Reply