হারুন অর রশিদ রাজিব:

নির্বাচনে আওয়ামীলীগের জয়ের ব্যপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করে বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবাদুল কাদের বলেছেন, বিজয়ের মাসে নৌকা বিজয়ের বন্দরে পৌঁছাবেই। শেখ হাসিনার নেতৃত্বে মহাজেট সরকার গঠন করবে। পরাজয় নিশ্চিত জেনেই বিএনপির নেতাদের মধ্যে হতাশার সুর।
আজ শনিবার দুপুরে নোয়াখালী জেলা আওয়ামীলীগ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের অনুকুল পরিবেশ বজায় রয়েছে।

ওবাদুল কাদের আরো বলেন, বিএনপির দুই শীর্ষস্থানীয় নেতার ফোনালাপেই বলে দেয় তারা বিশ, বাইশ ও ত্রিশটি আসনের বেশি পাবে না। আমি জানি না হয়তো আরো বেশি আসনও পেতে পারেন।

প্রেসব্রিফিংয়ে নোয়াখালী ৪ আসনে মহাজোট প্রার্থী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী সহ দলীয় নেতারা উপস্তিত ছিলেন।

এর আগে মন্ত্রী সকালে বিশিষ্ট শিল্পপতি আল-আমিন গ্রুপের চেয়ারম্যান আনোয়ার মির্জার মরদেহ দেখতে জেলা শহরের হরিনারায়ণপুরস্থ বাসায় যান। এ সময় তিনি আনোয়ার মির্জার বিভিন্ন কৃতিত্বের কথা তুলে ধরেন।