hatiya-picহাতিয়া প্রতিনিধি: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক -শিক্ষিকাদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা উপজেলা পরিষদ হল রুমে সকালে অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল চালু করন, প্রতিটি বিদ্যালয় পরিস্কার পরিছন্ন রাখা ও মান সম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার জন্য প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকাদেরকে অবহিত করেন।
উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মো: মইন উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস, উপজেলা চেয়ারম্যান মাহবুব মোরর্শেদ লিটন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন সিদ্দিকী।