প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার নান্দিয়াপাড়া বাজারে শেখ রাসেল স্মৃতি সংসদ এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দেওটি ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে এবং দেওটি ইউনিয়ন আওয়ামীলীগ এর সংগঠনিক সম্পাদক হাফিজ উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মাসুদুর রহমান শিপন ও আমরা মুক্তিযোদ্ধা সন্তান কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আকবর হোসেন মিঠু। এসময় আরও উপস্থিত ছিলেন, খিলপাড়া ইউনিয়ন যুবলীগ যুগ্ম আহ্বায়ক নোমান পাটোয়ারী, সাবেক পল্টন থানা ছাত্রলীগ সহ সভাপতি ফিরোজ ভুঁইয়া সবুজ, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মো হানিফ, ইউনয়ন যুবলীগ সভাপতি মুশফিকুর রহমান, উপজেলা যুবলীগ সদস্য আনোয়ার হোসেন বাবলুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।