বিশেষ প্রতিনিধি: চট্রগ্রামে বসবাসরত চাটখিল-সোনাইমুড়িবাসীর সাথে মতবিনিময় সভা করেছেন প্রধানমন্ত্রীর ব্যাক্তিগত সহকারী ও চাটখিল-সোনাইমুড়ি আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী মো. জাহাঙ্গীর আলম। নগরীর এম্ব্রোসিয়া রেস্টুরেন্টে মতবিনিময় সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা মো. শাহ জাহানের সভাপতিত্বে এবং ক্যাপ্টেন আলা উদ্দিন আলোর সঞ্চালনায় চট্রগ্রামে বসবাসরত চাটখিল-সোনাইমুড়ির সুধীজন আয়োজনে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাটখিল-সোনাইমুড়ি আসনের আওয়ামীলীগ মনোনয়ন প্রত্যাশী মাননীয় প্রধানমন্ত্রীর ব্যাক্তিগত সহকারী আলহাজ্ব জাহাঙ্গীর আলম।
এসময় তিনি বলেন, আওয়ামীলীগ সরকার দেশের উন্নয়ন করেছে। বিশ্বের কাছে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। তাই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় সোনাইমুড়ি-চাটখিল আসনে আবারও নৌকা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, আওয়ামীলীগ তথা শেখ হাসিনা মানে উন্নয়ন, আর বিএনপি জামাত মানে দূর্ণীতি, সন্ত্রাস, মানুষ হত্যা। যা ২১ শে আগস্ট গ্রেনেড হামলা মামলা রায়ে তারেক রহমানের সাজা প্রাপ্তির মাধ্যমে আবারও প্রমানিত।
এসময় নোয়াখালী-১ চাটখিল-সোনাইমুড়ি আসনে নৌকা মার্কা মনোনয়ন দেয়া হলে সবাইকে সাথে নিয়ে এলাকাবাসীর উন্নয়নে কাজ করার আশ্বাস প্রদান করেন তিনি। এসময় ভোটাররা জানান, আমরা এ আসনে একজন সৎ নিষ্ঠাবান ব্যক্তিকে সংসদ সদস্য হিসেবে চাই। তরুন ভোটাররা সহ বিভিন্ন বয়সের ভোটাররা জানান, আমরা সংসদ সদস্য হিসেবে একজন তরুন প্রার্থী চাই, সে হিসেবে মো জাহাঙ্গীর আলম আওয়ামীলীগ থেকে মনোনয়ন পেলে অনেক ভালো করবেন বলে মত প্রকাশ করেন। সুধী সমাবেশে আরও বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান ও জেলা যুবলীগ যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান শিপন, প্রফেসর আযাদ বুলবুল, প্রফেসর ফরিদ, ডা. ছানা উল্যাহ শেলী, আলহাজ্ব ইব্রাহীম ভুঁইয়া,মোসলেহ উদ্দিন অপু, নুরুল হক সওদাগর, এমএ রব সাফায়েত উল্যাসহ বিভিন্ন ব্যক্তিবর্গ।