বিশেষ প্রতিনিধি: নোয়াখালী জেলা জাতীয় পার্টির নব গঠিত কমিটিকে স্বাগত জানিয়ে শহরের প্রধান প্রধান সড়কে আনন্দ মিছিল ও টাউন হল মোড়ে পথ সভা করে জেলা জাতীয় পার্টি। জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক বোরহান উদ্দিন আহমেদ মিঠুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ও জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ সভাপতি হাসান মঞ্জুর। আনন্দ মিছিল শেষে শহরের টাউন হল মোড়ে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারন সম্পাদক আবদুল হামিদ, মোসাদ্দেকুর রহমান, সহকারী সাধারন সম্পাদক নুরু নবী, আব্দুল ওয়াহেদ বিন মুন্না, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম ফারুক, আনোয়ার হোসেন সোহেল (সুন্দর), জাতীয় যুব সংহতির সভাপতি আমির হোসেন রহিম, সাধারন সম্পাদক রিয়াজ উদ্দিন লিটন, জাতীয় মুক্তিযোদ্ধা প্রজন্ম পার্টির আহ্বায়ক সিরাজুল হক সিরাজ, ছাত্র সমাজের মিজানুর রহমান ইমনসহ অনেক নেতা কর্মী।