
টি২০ ক্রিকেটে চার-ছক্কাই মূল বিনোদন। ব্যাটসম্যানদের ব্যাটে ঝড় দেখতেই অভ্যস্ত সবাই। মাঝে মধ্যে বোলাররাও শাসন করে। কখনো কখনো উপড়ে ফেলে তারা স্ট্যাম্প। মেজাজ বিগড়ে গেলে দেয় ওয়াইড, কিংবা নো। যা অতিরিক্ত খাতের রান হিসাবে গন্য করা হয়। তবে মজার ব্যাপার হলো বুধবার পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক জয়ের ম্যাচে বাংলাদেশ দল একটি অতিরিক্ত রানও দেয়নি। যা বাংলাদেশের টি২০ ক্রিকেট নতুন রেকর্ড।
টসে জিতে আগে ব্যাট করতে নেমে পাকিস্তান করে সাত উইকেটে ১২৯ রান। সব রানই এসেছে পাকিস্তানী ব্যাটসম্যানদের ব্যাটে। বাংলাদেশের বোলাররা কী দারুণ নিয়ন্ত্রিত বোলিং করেছে, তার প্রমাণ একটি ওয়াইড বা নো হয়নি। আবার ব্যাটসম্যানের পা লেগেও কোন রান হয়নি। হয়নি কোন বাই রানও। যা বিস্ময়করই।
তাসকিন এই ম্যাচে সবচেয়ে মিতব্যয়ী বোলিং করেছেন। চার ওভারে দিয়েছেন মাত্র ১৪ রান, নিয়েছেন একটি উইকেট। এর মধ্যে ছিল একটি মেডেনও। মজার বিষয় হলো, তিন ওভারে তাসকিন রান দিয়েছিলেন মাত্র দুই। শেষ ওভারে দেন ১২। চার ওভারে সর্বোচ্চ ৩৫ রান দিয়েছেন আরাফাত সানি। তবে তিনি নিয়েছেন একটি উইকেটও। আল আমিন চার ওভারে ২৫ রানে দিয়ে নিয়েছেন তিন উইকেট। মাশরাফি চার ওভারে দিয়েছেন ২৯ রান, নিয়েছেন এক উইকেট। তবে চার ওভারে ২৬ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন সাকিব।
বাংলাদেশ অতিরিক্ত রান না দিলেও পাকিস্তান ছিল ভিন্নরূপে। অতিরিক্ত খাতে তারা রান দিয়েছে আট। আন্তর্জাতিক টি২০ ক্রিকেট সর্বোচ্চ অতিরিক্ত রান দেয়ার রেকর্ড রয়েছে ওয়েস্ট ইন্ডিজের। ২০০৮ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তারা দিয়েছিল ২৯টি অতিরিক্ত রান। বাংলাদেশ সর্বোচ্চ অতিরিক্ত রান দিয়েছিল চলতি বছরেই জিম্বাবুয়ের বিরুদ্ধে খুলনায়, ১৫ জানুয়ারি।
ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোতে সর্বোচ্চ অতিরিক্ত রান দেয়ার রেকর্ড খুঁজে পাওয়া গেলেও পাওয়া যায়নি অতিরিক্ত রান না দেয়ার রেকর্ড। নতুন কোন রেকর্ড হলেই নাকি রেকর্ডবুকে তা যুক্ত হয়। টি২০ ক্রিকেটে বাংলাদেশের অতিরিক্ত রান না দেয়ার রেকর্ডটি তাহলে বিরল, অদ্বিতীয়।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- কাজী অফিস নোয়াখালী চৌমুহনী
- চাটখিলের শাহাপুরে আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন
- বন্ধু জুতা সেলাই করছেন, পাশে বসে গল্প করছেন মাশরাফি
- গতকাল থেকে খালেদা জিয়ার জ্বর
- জেলা প্রশাসক ও সিভিল সার্জন সমন্বয়ে প্রকাশ্যে পানের বিরুদ্ধে নিয়মিত অভিযান !
- নোয়াখালীতে মহিলা বিষয়ক দপ্তরে জাতীয় পতাকা না করায় তদপ্ত সাপেক্ষে রাষ্ট্রীয় আইনে বিচার করার অনুরোধ
- নোয়াখালীতে পূজামন্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান করেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী
- ব্র্যাক এর সহযোগীতায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত
- মেডিকেল সেন্টার উদ্বোধনের মধ্যদিয়ে শুরু, ভবিষ্যতে এটি নোবিপ্রবির আধুনিক হেলথ রিচার্স সেন্টারে উপনিত হবে – প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন
- বিআরটিএ নির্দেশনায় সুশৃঙ্খলভাবে পথ চলার আহবান করেন: জেলা প্রশাসক ও প্রকৌশলীগন
Leave a Reply