Up-Elecation

আবু বক্কর ছিদ্দিক পাভেল
কোম্পানীগঞ্জ প্রতিনিধি :
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৭নং ওয়ার্ড মৌলভী বাজারে মঙ্গলবার গভীর রাতে দূর্বৃত্তরা বঙ্গবন্ধু পরিষদ কার্যালয়ে অগ্নি সংযোগ করে পুড়িয়ে দিয়েছে।

স্থানীয়সূত্রে জানাগেছে, বঙ্গবন্ধু পরিষদ নেতৃবৃন্দ ওই এলাকায় ভূমি দস্যুতা, মাদক ও অবৈধ অস্ত্র ব্যবসার বিরুদ্ধে জনমত সৃষ্টি করে আসছিল। দূর্বৃত্ত চক্রের একটি অংশ অতিসম্প্রতি আওয়ামীলীগে অনুপ্রবেশ করে। নব্য অনুপ্রবেশকারী গোষ্ঠী ইউপি নির্বাচনকে সামনে রেখে অহেতুক জনমনে আতঙ্ক সৃষ্টির জন্য এ ধরনের ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে বলে বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দ অভিযোগ করেন।

অগ্নিকান্ডে বঙ্গবন্ধু পরিষদ কার্যালয়ের প্রায় ৩লাখ টাকা মূল্যের আসবাবপত্র, বই-পুস্তক ও ইলেক্ট্রনিক্স সামগ্রী পুড়ে যায়।