
আবু বক্কর ছিদ্দিক পাভেল
কোম্পানীগঞ্জ প্রতিনিধি :
উৎসব মুখর পরিবেশে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ৮ইউনিয়নে মঙ্গলবার ও বুধবার বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। মনোনয়ন পত্র দাখিলের সময় চেয়ারম্যান প্রার্থী ও সাধারন সদস্যরা মোটরসাইকেল শোডাউন ও গগন বিদারী শ্লোগানে মুখরিত হয়ে স্ব-স্ব মনোনয়ন পত্র দাখিল করেন। উপজেলা সদরে বিভিন্ন দপ্তরের ৪জন রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রার্থীরা তাদের সমর্থকদেরকে সাথে নিয়ে মনোনয়ন পত্র দাখিল করেন। মনোনয়ন পত্র দাখিল শেষে দেখাগেছে সরকারী দল আওয়ামীলীগ ও বিএনপির বিদ্রোহী প্রার্থী রয়েছে অনেক।
আলাপ আলোচনায় বিদ্রোহী প্রার্থীরা প্রতিবেদককে জানান, তারা দলের সিদ্ধান্তের বাহিরে কঠোর অবস্থানে থেকে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচনে বিজয়ী হবেন বলে তারা শতভাগ আশাবাদী। ইউপি সদস্য পদে প্রার্থীদের মধ্যে দেখা গেছে একই ওয়ার্ডে শ্যালক-দুলাভাই, চাচা-ভাতিজা, মামা-ভাগ্নে, বড় ভাই- ছ্টো ভাইসহ একই দলের একাধিক নেতা মনোনয়ন পত্র দাখিল করেছেন। মনোনয়ন পত্র দাখিলের সময় দেখাগেছে উপজেলা আওয়ামী লীগের নেতারা তাদের দলীয় প্রার্থীদেরকে নিয়ে রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিল করতে দেখাগেছে। উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দদেরও তাদের দলীয় প্রার্থীদেরকে নিয়ে মনোনয়ন পত্র দাখিল করাতে দেখাগেছে।
উপজেলার ৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬৬জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। প্রার্থীরা হলেন, ১নং সিরাজপুর ইউনিয়ন থেকে নূর নবী চৌধরী, নাজিম উদ্দিন মিকন, বেলায়েত হোসেন, জামাল উদ্দিন, মাইন উদ্দিন। ২নং চরপার্বতী ইউনিয়নে মোজাম্মেল হোসেন কামরুল, নুরুল আমিন নুরু, ইস্কন্দার হায়দার, মোহাম্মাদ হানিফ, নাজিম উদ্দিন, আজিজুল হক, মোশারফ হোসেন, আবদুল হালিম, আবুল বাশার।
৩নং চরহাজারী ইউনিয়ন থেকে নূরুল হুদা, নুরুজ্জামান স্বপন, আবদুল হালিম, আবুল কালাম আজাদ, আবদুল লতিফ, মোহাম্মাদ শাহজাহান, গোলাম হোসেন। ৪নং চরকাঁকড়া ইউনিয়ন থেকে মোহাম্মাদ সফিঊল্যাহ, মোশারফ হোসেন, গোলাম ফয়সাল, ফখরুল ইসলাম, আবু বক্কর ছিদ্দিক হারুন। ৫নং চরফকিরা ইউনিয়ন থেকে ছলিম উল্যাহ টেলু, জামাল উদ্দিন, রইছ উদ্দিন, আবু ছায়েদ। ৬নং রামপুর ইউনিয়ন থেকে শরিফ উদ্দিন (বাহার মাষ্টার), আলা উদ্দিন, ইকবাল বাহার চৌধুরী, আনছার উল্যাহ, কাজি একরামুল হক, শহিদুল ইসলাম, দেলোয়ার হোসেন।
৭নং মুছাপুর ইউনিয়নে নুরুল হুদা চৌধুরী, নজরুল ইসলাম চৌধুরী, ইকবাল বাহার চৌধুরী, আবু সলিম মোহাম্মাদ মহি উদ্দিন, নূরুল আলম সিকদার, নূর উল্যাহ, আইয়ুব আলী, ৮নং চর এলাহী ইউনিয়নে মোহাম্মদ আবদুর রব, আবদুল গণি, আবদুর রাজ্জাক, আবদুল মতিন তোতা, আজিজল হক, মোহাম্মাদ মাঈন উদ্দিন। এছাড়াও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৫২জন এবং সাধারণ সদস্য পদে ২৯৯জন মনোনয়ন জমা দিয়েছেন। আগামী ৫ ও ৬ফেব্রুয়ারী মনোনয়ন পত্র বাছাই এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ। ৩১মার্চ ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- কাজী অফিস নোয়াখালী চৌমুহনী
- চাটখিলের শাহাপুরে আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন
- বন্ধু জুতা সেলাই করছেন, পাশে বসে গল্প করছেন মাশরাফি
- গতকাল থেকে খালেদা জিয়ার জ্বর
- জেলা প্রশাসক ও সিভিল সার্জন সমন্বয়ে প্রকাশ্যে পানের বিরুদ্ধে নিয়মিত অভিযান !
- নোয়াখালীতে মহিলা বিষয়ক দপ্তরে জাতীয় পতাকা না করায় তদপ্ত সাপেক্ষে রাষ্ট্রীয় আইনে বিচার করার অনুরোধ
- নোয়াখালীতে পূজামন্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান করেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী
- ব্র্যাক এর সহযোগীতায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত
- মেডিকেল সেন্টার উদ্বোধনের মধ্যদিয়ে শুরু, ভবিষ্যতে এটি নোবিপ্রবির আধুনিক হেলথ রিচার্স সেন্টারে উপনিত হবে – প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন
- বিআরটিএ নির্দেশনায় সুশৃঙ্খলভাবে পথ চলার আহবান করেন: জেলা প্রশাসক ও প্রকৌশলীগন
Leave a Reply