01

নোয়াখালীর পাতা ডেস্ক:

কেন্দ্রীয় বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির মুক্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে নোয়াখালী জেলা ছাত্রদল।

সকাল সাড়ে ১১টায় নোয়াখালী প্রেসকাবের সম্মুখে এই মানবন্ধনটি পালিত হয়।

কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমিন খানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক ভিপি ও পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি শহীদুল ইসলাম কিরণ, সাবেক ছাত্রদলের সভাপতি জাহাঙ্গির আলম কালা, সাবেক ভিপি জসিম উদ্দিন, সাবেক ভিপি ফজলে এলাহী পলাশ সহ ছাত্রদলের নেতৃবৃন্দ।

মানববন্ধনের উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক শামছুদ্দোহা মিঠু, নোয়াখালী জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আবু হাসান মোঃ নোমান, শহর ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান মিজান,সাধারণ সম্পাদক ফরহাদ চৌধুরী চয়ন,ফারুক হোসেন নয়ন, জামালুর রহিম জামাল, ইসমাইল চৌধুরী হীরণ সহ বিভিন্ন উপজেলা, কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।

মানবন্ধনের বক্তরা শিঘ্রই শহীদ উদ্দিন চৌধুরীর নিঃশর্ত মুক্তি দাবি করেন।

নোয়াখালীর পাতা ডেস্ক/০২ ফেব্রুয়ারি ২০১৬