নোয়াখালী | তারিখঃ March 2nd, 2016 | নিউজ টি পড়া হয়েছেঃ 326 বার

বিশেষ প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিল পৌরসভার দৌলতপুর এলাকা থেকে অপহৃত শিশু সাজ্জাদুর রহমান জিহাদকে (৪) অপহরণের ১৮ দিন পর লক্ষ্মীপুর থেকে উদ্ধার করেছে চাটখিল থানা পুলিশ। এসময় অপহরনকারীর এক সহযোগীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি হচ্ছেন লক্ষ্মীপুর সদর উপজেলার চর মনোসা গ্রামের তাজুল হকের ছেলে মোঃ ইউসুফ (৩৫)। এঘটনায় মামলা দায়ের হয়েছে।
জানা যায়, চাটখিল পৌরসভার ৫নং দৌলতপুর ওয়ার্ডের ভাড়াটিয়া বাসিন্দা নুর নবীর শিশু পুত্র সাজ্জাদুর রহমান জিহাদকে গত ১৪ ফেব্রুয়ারী সকালে বাড়ীর সামনে থেকে চিপস্ কেনার কথা বলে লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার সাবু মেইকারের ছেলে আবুল বাশার (৩৫) অপহরণ করে প্রথমে লক্ষ্মীপুর পরে চাঁদপুর ও চট্টগ্রামে আটক রেখে নির্যাতন করে।
এসময় অপহরণকারীরা অপহৃত শিশুর পরিবারের কাছে মুক্তিপণ দাবী করে। এ ঘটনার পর জিহাদের মা হাজেরা বেগম (৩০) বলেন, এ ঘটনার পর তিনি আবুল বাশারকে ১ম আসামী করে অজ্ঞাত ২-৩ ব্যক্তির নামে চাটখিল থানায় গত ২৪ ফেব্রুয়ারী একটি অপহরণ মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর পুলিশ মামলা ও অপহরণকারীর মুঠোফোনের সুত্র ধরে ভোর ৫টার সময় চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) আবুল খায়েরের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে লক্ষ্মীপুর সদর উপজেলার মিয়ার বেড়ী এলাকার সাবু মেইকারের বাড়ি থেকে জিহাদকে উদ্ধার এবং অপহরণকারীর সহযোগী ইউসুফকে গ্রেফতার করে।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মুল অপহরণকারী আবুল বাশার কৌশলে পালিয়ে যায়। বুধবার সকালে চাটখিল থানায় অপহৃত শিশু জেহাদ ও তার মা হাজেরা বেগম বলেন, জিহাদকে অপহরণের পর বিগত ১৮ দিন শুধু চিপস্ খাইয়ে রেখেছে এবং টাকার জন্য ছেলেকে মারধর করে।
চাটখিল থানার ওসি মোঃ নাসিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মুল অপহরণকারীকে গ্রেফতারের জন্য পুলিশ মাঠে রয়েছে। শিশু জিহাদকে স্বাস্থ্য পরিক্ষার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বিশেষ প্রতিনিধি/নোয়াখালীর পাতা ডেস্ক/০২ মার্চ ২০১৬
এ বিভাগের অন্যান্য সংবাদ
- কাজী অফিস নোয়াখালী চৌমুহনী
- চাটখিলের শাহাপুরে আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন
- বন্ধু জুতা সেলাই করছেন, পাশে বসে গল্প করছেন মাশরাফি
- গতকাল থেকে খালেদা জিয়ার জ্বর
- জেলা প্রশাসক ও সিভিল সার্জন সমন্বয়ে প্রকাশ্যে পানের বিরুদ্ধে নিয়মিত অভিযান !
- নোয়াখালীতে মহিলা বিষয়ক দপ্তরে জাতীয় পতাকা না করায় তদপ্ত সাপেক্ষে রাষ্ট্রীয় আইনে বিচার করার অনুরোধ
- নোয়াখালীতে পূজামন্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান করেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী
- ব্র্যাক এর সহযোগীতায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত
- মেডিকেল সেন্টার উদ্বোধনের মধ্যদিয়ে শুরু, ভবিষ্যতে এটি নোবিপ্রবির আধুনিক হেলথ রিচার্স সেন্টারে উপনিত হবে – প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন
- বিআরটিএ নির্দেশনায় সুশৃঙ্খলভাবে পথ চলার আহবান করেন: জেলা প্রশাসক ও প্রকৌশলীগন
Leave a Reply