সুবর্ণচর হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

সুবর্ণচর হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

সুবর্ণচর প্রতিনিধি:
সুবর্ণচর উপজেলার হতদরিদ্র নারীদের আতœকর্মসংস্থানের লক্ষ্যে মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন বিতরন করা হয়েছে । ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ্ও পল্লী কর্ম -র্ সহায়ক ফাউন্ডেশন সহায়তায় সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা ইউপিপি-উজ্জীবিত প্রকল্প প্রশিক্ষনের আয়োজন করে।

মঙ্গলবার প্রশিক্ষণ সমাপনী ্ও সেলাই সেশিন বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি সুবর্ণচর উপজেলার ইউএন্ও মোঃ হারুন অর রশীদ ।

সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জনাব সো: রুহুল মতিন সভাপতিত্বে বক্তব্য রাখেন সংস্থার ঋণ সমন্বয়কারী ও প্রকল্পের ফোকাল ফার্সন জনাব সামছুল হক, প্রকল্প সমন্বয়কারী গোলামুর রহমান খোকন, এলাকা ব্যবস্থাপক জনাব আবুল কালাম আজাদ, এপিপি এডভোকেট আবুল বাসার নোয়াখালী জজকোট এবং শাখা ব্যবস্থাপক দিলদার হোসেন বকুল প্রমুখ।

সুবর্ণচর প্রতিনিধি/জিকেআরটি