ছবি সংগ্রহ: ইয়

ছবি সংগ্রহ: ইয়

নোয়াখালীর পাতা ডেস্ক,
নিজস্ব প্রতিনিধি:
নোয়াখালীতে খালের জায়গা বিশাল অট্রলিকা; দোকানের জায়গা খাল নিমার্ণনের প্রতিবাদে মানববন্ধন করে স্থানীরা।

নোয়াখালী জেলা শহরের শত বছরের গুরুত্বপূণ ঐতিহ্যবাহী “বকস্িিমজি খাল”। এই খালের জায়গা দখল করে আইডি ভবন নিমার্নের প্রতিবাদে মঙ্গল বার (০১ মার্চ ২০১৬) সকাল সাড়ে ১১টায় পৌরবাজারে সামনের সড়কে ঘন্টাব্যাপি মানবন্ধন করে স্থানীর এলাকাবাসীরা।

স্থানীয় অভিযোগ করেন, সরকারী নকসা অনুযায়ী মূল খালের দক্ষিণে একটি ড্রেন তৈরির কাজ শুরু করেন, খালের দক্ষিণ পাশে অফিসটি বিগত কয়েক বছর আগে জেলা প্রশাসক “প্রত্যাশা মার্কেট ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

Noakhali Human Chain News 01-03-2016 (1) Images 01

এমতাবস্থায় স্থানীয় জনগনের ও ব্যবসায়ীদের দাবী সরকারী নকসা অনুযায়ী খালের অবস্থান ঠিক রাখতে হবে। খালের জায়গা বিশাল অট্রলিকা আইডি ভবন নিমার্ণ করছে, অন্যদিকে দোকানের জায়গা খাল নিমার্ণ করা হচ্ছে। খালের ভিতর অসাধু চক্রের অবৈধ ভবন নিমার্ণ বন্ধ করার জোর দাবী জানান। জেলা শহরের প্রধান সমস্য হচ্ছে জলাবন্ধতা, “বকস্িিমজি খালটি শহরের মাঝখানে অবস্থিত বিধায় শহরের জলাবব্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ অবদান রাখে।

নোয়াখালীর পাতা ডেস্ক/নিজস্ব প্রতিনিধি/০১ মার্চ ২০১৬