download
নিজস্ব প্রতিনিধি,
নোয়াখালী জেলা শহর মাইজদীতে সীমানা প্রাচীর ধ্বসে পড়ে মো. ইয়াছিন সৌরভ (৪৫) নামের এক নির্মাণ শ্রমিক মারা গেছে।

শনিবার দুপুরে হাউজিং এস্টেট সংলগ্ন ইসলামিয়া সড়কে এ ঘটনা ঘটে। নিহত ইয়াছিন সৌরভ এর বাড়ী হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নে।
প্রত্যক্ষদর্শী, ইসলামিয়া রোডের পাশে একটি ভবন নির্মাণের জন্য গত কয়েকদিন ধরে চার-পাঁচ ফুট গভীর পর্যন্ত মাটি খুড়ে গর্ত করা হয়। দুপুরে নির্মাণ শ্রমিক ইয়াছিন ওই গর্তের তলায় কাজ করার সময় পাশের সীমানা প্রাচীর ধ্বসে তার ঘাড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এরপরও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা তাকে মৃত ঘোষণা করেন।

সুধারাম মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) বিপুল চন্দ্র ঘোষ জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মৃতদেহটি ময়না তদন্ত ছাড়াই দাফনের জন্য নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
নিজস্ব প্রতিনিধি/জিকেআরটি/২৭-০২-২০১৬