
কোম্পানীগঞ্জ প্রতিনিধি ঃ
আবু বক্কর ছিদ্দিক পাভেল
নোয়াখালীর কোম্পানীগঞ্জের কৃতি সন্তান নুরুল করিম জুয়েল কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে নাগরিক সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার বিকেলে জুয়েলের জন্মস্থান কোম্পানীগঞ্জের চরহাজারী ইউনিয়নের হাজারীহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে স্থানীয় নাগরিক কমিটি এ সংবর্ধনার আয়োজন করে। এতে কেন্দ্রীয়, জেলা, উপজেলা ও স্থানীয় ইউনিয়ন আ’লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত থেকে জুয়েলকে ফুল দিয়ে বরণ করে নেন।
এর আগে ফেনী ও দাগনভূঞা উপজেলা ও কলেজ ছাত্রলীগ কেন্দ্রীয় এ নেতাকে বরণ করে উঞ্চ অভিনন্দন জানান। পরে কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি জহিরুল ইসলাম তানভীরের নেতৃত্বে কয়েক’শ মোটর সাইকেল শোভাযাত্রা দিয়ে জুয়েলকে বরণ করে নেন।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। তিনি জুয়েলকে বসুরহাট পৌরবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে বলেন, জুয়েল তার মেধা শ্রম ও যোগ্যতা দিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সভাপতি হয়ে আমাদের এলাকর মুখ উজ্জল করেছে। তিনি জুয়েলকে তার সততা নিষ্ঠা দিয়ে আগের মতো এলাকার লোকজনের কাছে থাকার অনুরোধ জানান। এসময় তিনি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের দুঃসময়ে কাছে থাকার জন্য জুয়েলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চরহাজারী ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় জুয়েলের বাবা নুরুল হুদাকে অভিনন্দন জানান এবং তাঁকে নৌকা প্রতীকে ভোট দেয়ার জন্য চরহাজারীবাসীর প্রতি আহবান জানান।
সংবর্ধনার জবাবে নুরুল করিম জুয়েল বলেন, আমার আজকের এ অবস্থানের জন্য একমাত্র কৃতিত্বের অধিকারী এ এলাকার কৃতি সন্তান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি আমাকে বটবৃক্ষের মতো ছায়া না দিলে আমি কোনদিনও এ পর্যায়ে পৌছতে পারতাম না। সেই সাথে ছাত্র রাজনীতির হাতেখড়ির জন্য কোম্পানীগঞ্জের সহাবস্থানের রাজনীতির রূপকার বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্র্জা, কেন্দ্রীয় আ’লীগের উপ কমিটির সহ-সম্পাদক ইস্কান্দার মির্জা শামিমসহ নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। জুয়েল বলেন, ইতোমধ্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সহযোগিতায় চরহাজারী ইউনিয়নের ব্যাপক উন্নয়ন করা হয়েছে। আগামিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীকে ভোট দিলে এ উন্নয়ন আরও বেগবান হবে বলে উল্লেখ করেন। এছাড়া নাগরিক সংবর্ধনার আয়োজন করায় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস.এম রফিক খাঁনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান নুরনবী চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক ইস্কান্দার মির্জা শামীম, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার, চরহাজারী ইউনিয়ন আওয়ামী লীগ সাবেক সভাপতি খোরশেদ আলম, বর্তমান সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী নুরুল হুদা, জেলা ছাত্রলীগ তথ্য ও গবেষনা সম্পাদক রহমত উল্যাহ, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি জহিরুল ইসলাম তানভীর, সেনবাগ উপজেলা ছাত্রলীগ সভাপতি ফিরোজ আলম রিগান, দাগনভূঞা ইকবাল মেমোরিয়াল কলেজ ছাত্রলীগ সভাপতি রাশেদ খান ভূঁইয়া প্রমূখ।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- কাজী অফিস নোয়াখালী চৌমুহনী
- চাটখিলের শাহাপুরে আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন
- বন্ধু জুতা সেলাই করছেন, পাশে বসে গল্প করছেন মাশরাফি
- গতকাল থেকে খালেদা জিয়ার জ্বর
- জেলা প্রশাসক ও সিভিল সার্জন সমন্বয়ে প্রকাশ্যে পানের বিরুদ্ধে নিয়মিত অভিযান !
- নোয়াখালীতে মহিলা বিষয়ক দপ্তরে জাতীয় পতাকা না করায় তদপ্ত সাপেক্ষে রাষ্ট্রীয় আইনে বিচার করার অনুরোধ
- নোয়াখালীতে পূজামন্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান করেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী
- ব্র্যাক এর সহযোগীতায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত
- মেডিকেল সেন্টার উদ্বোধনের মধ্যদিয়ে শুরু, ভবিষ্যতে এটি নোবিপ্রবির আধুনিক হেলথ রিচার্স সেন্টারে উপনিত হবে – প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন
- বিআরটিএ নির্দেশনায় সুশৃঙ্খলভাবে পথ চলার আহবান করেন: জেলা প্রশাসক ও প্রকৌশলীগন
Leave a Reply