12742701_943883359041835_2862360105303375877_n

নিজস্ব প্রতিনিধিঃ
বাংলাদেশ ফুটবল এসোসিয়েশনের উদ্যেগে নোয়াখালী শহীদ ভুলু ষ্টেডিয়ামে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ।

বুধবার বিকেলে খেলায় অংশ গ্রহন করে ইউকে এফসি লন্ডন বনাম নোয়াখালী জেলাদল দল । ৬০মিনিটের খেলায় কোন দলেই গোল করতে পারেনি।

খেলার শুরুতে উভয় দলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থা । এ সময় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ পিন্টু , বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য ফজলুর রহমান বাবুল ও নোয়াখালী সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট শিহাব উদ্দিন শাহীন বক্তব্য রাখেন।

12744332_943883292375175_5920235897787579658_n
ইউকে এফসি লন্ডন এর ম্যানেজার জানান ফুটবলকে জনপ্রিয় ও নতুন প্রজন্মের খেলোয়ারদেরকে উৎসাহ দিতে দেশের বিভিন্ন জেলায় এ ধরনে প্রীতি ফুটবল ম্যাচ এর আয়োজন করেন। খেলায় বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিল

ইউকে এফসি লন্ডন এর প্রাক্তন ফুটবল টিম বাংলাদেশের চট্রগ্রাম,সিলেট ,ককসবাজার,বান্দরবন ও সুনামগঞ্জ জেলায় প্রীতি ফুটবল ম্যাচ খেলবে।

নিজস্ব প্রতিনিধি/জিকেআরটি/২৫-০২-২০১৬