NOAKHALI HUMANCHAIN - 25-02-2016 (3)

নিজস্ব প্রতিনিধি:
নোয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার ও মুক্তিযুদ্ধা স্মৃতিস্তম্ভ সংলগ্ন সরকারী জমি শিশুপার্কের জন্য ব্যক্তি মালিকানাধীন ও বানিজ্যিকভাবে লিজ দেয়ার চক্রান্তের প্রতিবাদে মানববন্ধন করেছে শিশু কিশোর মেলা নামের একটি সংগঠন।

 

 

 

দুপুরে নোয়াখালী জেলা জজকোর্টে সামনে করা এ মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, মুক্তিযোদ্ধাসহ, সাধারন মানুষ অংশ নেয়।

NOAKHALI HUMANCHAIN - 25-02-2016 (1)

 

মানববন্ধনে অংশগ্রহনকারী বক্তারা সরকারী সম্পত্তি ব্যক্তিমালিকানা ও বানিজ্যিকরনের নামে জামায়াত শিবিরের অর্থলগ্নী প্রতিষ্ঠান আলিফ ডেভোলফারকে শিশুপার্কের জন্য বরাদ্ধ দেয়ার চক্রান্তের প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেন এবং অবিলম্বে এ জায়গায় সরকারীভাবে শিশুপার্ক করার উদ্যোগ গ্রহনের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানন।

নিজস্ব প্রতিনিধি/নোয়াখালীর পাতা ডেস্ক/২৫-০২-২০১৬