00002
প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটিতে নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমিন খানকে যুগ্ম সাধারণ সম্পাদক ও নোয়াখালী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছাবের আহম্মদকে সদস্য নির্বাচিত করায় আনন্দ মিছিল করেছে নোয়াখালী জেলা ছাত্রদল ।
মিছিলটি নোয়াখালী প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মাইজদী পৌর বাজারে গিয়ে শেষ হয়।
পরে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়, সমাবেশে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আবু হাসান মোঃ নোমান, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক শামছুদ্দোহা মিঠু, নোয়াখালী শহর ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক ফরহাদ চৌধুরী চয়ন সহ নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তাগন কেন্দ্রীয় ছাত্রদলের পূর্নাঙ্গ কমিটিতে নুরুল আমিন খানকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং ছাবের আহম্মদকে সদস্য নির্বাচিত করায় তিনি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব মোঃ শাহজাহানকে ধন্যবাদ জানান।