Noakhali Nstu Seminar at 24-02-2016 (2) Images

নোবিপ্রবি প্রতিনিধি:

অডিটোরিয়ামে টেক এনএসটিইউ নামকক শিক্ষার্থীদের সংগঠনের উদ্যোগে Go Tech Learn Tech বিষয়ে এক সেমিনার মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারী ২০১৬ বিকেল ৫টায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস অনুষ্ঠিত হয়েছে।

 

 

 

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান। সেমিনারে বক্তব্য রাখেন সিএসটিই বিভাগের সহকারী অধ্যাপক জনাব আবুল কালাম আজাদ, আইসিই বিভাগের সহকারী অধ্যাপক জনাব আবিদুর রহমান ও প্রভাষক জনাব মো: সাইফুর রহমান। সেমিনারে সভাপতিত্ব করেন এসিসিই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ ইউসুফ মিঞা।

 

প্রধান অতিথি তাঁর বক্তব্যের শুরুতে সেমিনারে উপস্থিতত সকলকে বিশেষকরে সেমিনার আয়োজনের সাথে জড়িতদেরকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, এ ধরণের সেমিনার প্রতিমাসেই হওয়া উচিত। তাতে শিক্ষার্থীদের আইটি নলেজ বৃদ্ধি পাবে। তারা নিজেদেরকে একুশ শতকের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পারবে।

 

উপাচার্য মহোদয় বলেন, তাঁর যোগদানের পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রযুক্তি জ্ঞান বৃদ্ধির জন্য প্রয়োজনীয় শিক্ষা-সহায়ক সরঞ্জামাদি ক্রয়ের ব্যাপারে অগ্রাধিকার দেয়া হয়েছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি জানান।

 

নোবিপ্রবি প্রতিনিধি/নোয়াখালীর পাতা ডেস্ক