1111

প্রতিনিধি,
প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক জাহ্ঙ্গাীর আলম বলেন, শিক্ষার উন্নয়নে সরকার প্রয়োজণীয় সবকিছুইকরবে। বাংলাদেশ শিক্ষক সমিতি সোনাইমুড়ি উপজেলা শাখার ত্রি-বার্ষিক মম্মেলন সোনাইমুড়ি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার সকালে অনুষ্ঠিত হয়েছে।
আমিশাপাড়া কৃষক উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক উদয় চন্দ্র মজুমদরের সভাপতিত্বে উপজেলার সকল বিদ্যালয়ের কয়েকশ শক্ষক-শিক্ষয়িত্রী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক জাহ্ঙ্গাীর আলম। বিশেষ অতিথি ছিলেন, জেলা শিক্ষক সমিতির সভাপতি আবুল কাশেম, সাধারন সম্পাদক মো: আলমগীর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা হোসেন, জেলা শিক্ষক সমিতির উপদেষ্টা মাখন লাল দাসসহ বিভিন্ন শিক্ষক নেতৃবৃন্দ।