
নিজস্ব প্রতিনিধি:
নোয়াখালীর কবিরহাট পৌরসভা এবং উপকূলীয় ২ উপজেলা হাতিয়া ও সুবর্নচরে ১৫ ইউপি নির্বাচনে প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিচ্ছেন।
দলীয় প্রতীকে প্রথম ইউনিয়ন পরিষদ নির্বাচন হওয়ায় প্রধান দুই দলের মনোনীত ও বিদ্রোহী প্রার্থীদের মধ্যে ইতোমধ্যে কয়েকদফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ মনোনয়নপত্র জমাদানের শেষ দিনেও প্রার্থীরা নিজ নিজ কর্মী-সমর্থকদের সাথে নিয়ে সকাল থেকে উপজেলা কার্যালয়ের আশপাশে অববস্থান নেয়।
সুবর্নচর উপজেলার চর ওয়াফদা, চর জব্বর, চর কার্ক, চর আমানুল্লাহ্ ,মোহাম্মদপুর, চরবাটা ও পূর্ব চরবাটা সহ ৮টি এবং হাতিয়া উপজেলার চর ঈশ্বর, চর কিং, তমরদ্দিন, সোনাদিয়া, বুড়ির চর, জাহাজমারা ও নিঝুমদ্বীপ ইউনিয়নে প্রথম ধাপে ২২মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে ।
সুবর্নচর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ সাইফুল আলম জানান, সকাল থেকে প্রার্থীরা উৎসবের আমেজে মনোনয়ন প্রত্র জমা দিচ্ছে।
অন্যদিকে কবিরহাট পৌরসভায় মেয়র প্রার্থীদের মনোনয়ন জমার বিষয়টি তদারকি করছেন জেলা নির্বাচন অফিসার মনিরুল ইসলাম। তিনি জানান দুপুর পর্যন্ত কোন প্রার্থী মনোনয়ন জমা দেযনি। তবে বিকেল নাগাদ সব প্রতিদ্বন্ধি প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দেবেন বলে তিনি মনে করেন।
তিনি আরো জানান, নির্বাচনকে সুষ্ঠ করার জন্য ইতোমধ্যে ভোটার তালিকা প্রনয়ন, ভোটকেন্দ্র নির্ধারনসহ সবধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
নোয়াখালীর পাতা ডেস্ক/জিকেআরটি/২২ ফেব্রুয়ারি ২০১৬
এ বিভাগের অন্যান্য সংবাদ
- কাজী অফিস নোয়াখালী চৌমুহনী
- চাটখিলের শাহাপুরে আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন
- বন্ধু জুতা সেলাই করছেন, পাশে বসে গল্প করছেন মাশরাফি
- গতকাল থেকে খালেদা জিয়ার জ্বর
- জেলা প্রশাসক ও সিভিল সার্জন সমন্বয়ে প্রকাশ্যে পানের বিরুদ্ধে নিয়মিত অভিযান !
- নোয়াখালীতে মহিলা বিষয়ক দপ্তরে জাতীয় পতাকা না করায় তদপ্ত সাপেক্ষে রাষ্ট্রীয় আইনে বিচার করার অনুরোধ
- নোয়াখালীতে পূজামন্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান করেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী
- ব্র্যাক এর সহযোগীতায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত
- মেডিকেল সেন্টার উদ্বোধনের মধ্যদিয়ে শুরু, ভবিষ্যতে এটি নোবিপ্রবির আধুনিক হেলথ রিচার্স সেন্টারে উপনিত হবে – প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন
- বিআরটিএ নির্দেশনায় সুশৃঙ্খলভাবে পথ চলার আহবান করেন: জেলা প্রশাসক ও প্রকৌশলীগন
Leave a Reply