12745929_1717417011836619_2594721160654591081_n

নোয়াখালীর পাতা ডেস্ক:
নোয়াখালী জেলা উন্নয়ন পরিষদের সভা সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যলয়ে অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক বদের মুনির ফেরদৌসের সভাপতিত্বে সভায় সরকারি বিভিন্ন

বিভাগের প্রধান ও উপজেলা নিবার্হী র্কমকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় ব্যাপক পর্যলোচনার পর বিভিন্ন বিভাগের চলতি অর্থ বছরে বাস্তবায়নধীন প্রকল্প গুলোর অগ্রগতির সন্তুষ্ট করা হয়

এবং চলতি প্রকল্প গুলোর কাজ আরো তরান্নিত করার তাগিত দেয়া হয়।

নোয়াখালীর পাতা ডেস্ক/জিকেআরটি/২২ ফেব্রুয়ারি ২০১৬