খোলা কলাম | তারিখঃ February 22nd, 2016 | নিউজ টি পড়া হয়েছেঃ 533 বার

ডেস্ক: এ যাবতকালের সবচেয়ে পুরোনো কোরআন শরীফের অংশবিশেষের খোঁজ মিললো যুক্তরাজ্যের বার্মিংহাম ইউনিভার্সিটিতে। রেডিওকার্বন বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা বরছেন, হস্তলিখিত এই কোরআন পান্ডুলিপিটি অন্তত ১৩৭০ বছর পুরোনো।
রেডিওকার্বন বিশ্লেষণ অনুসারে বিশেষজ্ঞদের ধারণা, পান্ডুলিপিটি যিনি লিখেছেন তিনি মহানবী হযরত মুহাম্মদ (সা.)কে সরাসরি দেখেছেন।
ব্রিটিশ গ্রন্থাগার বিশেষজ্ঞ ড. মোহাম্মদ ইসা ওয়ালি বলেন, হাজার বছরের পুরোনো এই কোরআন আবিষ্কার খুবই রোমাঞ্চকর, এটা সব মুসলিমদের জন্য আনন্দের একটি খবর।
পান্ডুলিপিটি এতদিন মধ্যপ্রাচ্যের অন্যান্য বই এবং তথ্যাদির সঙ্গেই গ্রন্থাগারে ছিলো। তবে কেউ জানত না তা কতটা গুরুত্বপূর্ণ।
বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের বিশেষ সংগ্রহ শাখার পরিচালক সুসান ওরাল বলেন, আমরা স্বপ্নেও ভাবিনি এই পাণ্ডুলিপি এতোটা পুরোনো হবে।
সবচেয়ে পুরোনো কোরআনের একটা অংশ আমাদের কাছে আছে, সেটা ভাবতেও অনেক উত্তেজনা বোধ হচ্ছে।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের রেডিওকার্বন অ্যাকসেলেটর ইউনিট গবেষণা করে জানিয়েছে, এই অংশটি ভেড়া বা ছাগলের চামড়ার উপর লিখিত।
পাণ্ডুলিপিটি ৫৬৮ থেকে ৬৪৫ সালের মধ্যে লিখিত হওয়ার সম্ভাবনা ৯৫ শতাংশ বলেও জানান তারা।
‘এই প্রাপ্তি আমাদের ইসলাম প্রতিষ্ঠার বেশ কিছু বছরের মধ্যে নিয়ে যাবে’। বলছিলেন বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের ক্রিস্টানিটি অ্যান্ড ইসলামের প্রফেসর ডেভিড থমাস।
কোরআন ও হাদিসের ব্যাখা অনুসারে, মহানবী মুহাম্মদ (সা.) এর ওপর অহি নাজিল হয়েছিলো ৬১০ থেকে ৬৩২ সালের মধ্যে।
প্রফেসর থমাসের ধারণা এই পান্ডুলিপি যিনি লিখেছিলেন তিনি নবী (সা.) এর সময়ে জীবিত ছিলেন। এমনও হতে পারে যিনি এটা লিখেছেন তিনি নবীকে দেখেছেন, তাকে চিনেছেন, তার ধর্মোপোদেশ শুনেছেন।
হয়তো নবীজিকে ব্যক্তিগতভাবে চিনতেনও তিনি।’
হাজার হাজার বছরের পুরোনো কোরআনের অংশটুকু ‘হিজাজী’ বর্ণমালায় লেখা, এই ভাষাটিই আরবী লেখার প্রাথমিক রীতি ছিলো।
কোরআনের কিছু অংশ চামড়ার কাগজে অথবা পাথরে, পামগাছের পাতা এবং উটের কাঁধের ফলকে লেখা হয়েছে। তবে কোরআনের সবশেষ অংশ যেটা বইয়ের মতো করে লেখা, ধারণা করা হচ্ছে সেটা ৬৫০ সালের দিকে সম্পন্ন করা হয়েছে। চামড়ার কাগজে লেখা অংশটুকু মুহাম্মদ (স.) এর মৃত্যুর দুই দশকের মধ্যেই লেখা বলেও জানান বিশেষজ্ঞরা।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- কাজী অফিস নোয়াখালী চৌমুহনী
- চাটখিলের শাহাপুরে আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন
- বন্ধু জুতা সেলাই করছেন, পাশে বসে গল্প করছেন মাশরাফি
- গতকাল থেকে খালেদা জিয়ার জ্বর
- জেলা প্রশাসক ও সিভিল সার্জন সমন্বয়ে প্রকাশ্যে পানের বিরুদ্ধে নিয়মিত অভিযান !
- নোয়াখালীতে মহিলা বিষয়ক দপ্তরে জাতীয় পতাকা না করায় তদপ্ত সাপেক্ষে রাষ্ট্রীয় আইনে বিচার করার অনুরোধ
- নোয়াখালীতে পূজামন্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান করেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী
- ব্র্যাক এর সহযোগীতায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত
- মেডিকেল সেন্টার উদ্বোধনের মধ্যদিয়ে শুরু, ভবিষ্যতে এটি নোবিপ্রবির আধুনিক হেলথ রিচার্স সেন্টারে উপনিত হবে – প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন
- বিআরটিএ নির্দেশনায় সুশৃঙ্খলভাবে পথ চলার আহবান করেন: জেলা প্রশাসক ও প্রকৌশলীগন
Leave a Reply