2

নিজস্ব প্রতিনিধি:
নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার লক্ষীনারায়ণপুর উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহিদ দিবস উপলক্ষ্যে বিনা মূল্যে বিশেষজ্ঞ মেডিকল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

দৈনিক নোয়াখালীর পাতা এর উপদেষ্টা সম্পাদক ও সেতু সিএনজি ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী জহিরুল হক সোহেলের উদ্যোগে এবং রাবেয়া হাসপাতালের সহযোগিতায় মেডিকেল ক্যাম্প রোববার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে।

1

মেডিকেল ক্যাম্পে ১৪জন বিশেষজ্ঞ ডাক্তার ৪ হাজারের অধিক রোগীকে বিনামূল্য স্বাস্থ্য পরীক্ষা ও ঔষধ প্রদান করা হয়।

মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো: ইসমাইল হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডা. রাবেয়া খানম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:সফি উদ্দিন সহ স্থানীয় এলাকাবাসী।