_57938_20-02-16_Noakhalinews-photo
হাতিয়া: জাকঝমক পূর্ণ ভাবে নোয়াখালীর হাতিয়া উপজেলার দ্বীপ নিউ মার্কেটের প্রথম কার্যকরী কমিটির দ্বী-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। 
 
তুমুল প্রতিদ্বন্ধিতার মধ্যে উক্ত নির্বাচনে সভাপতি পদে অলি আহম্মদ এবং সাধারন সম্পাদক পদে মোঃ শাহাজাহান মিয়া নির্বাচিত হয়। 
 
এছাড়া অন্যান্য পদে নির্বাচিত হলেন, হাজী মনির উদ্দিন বেলাল, সিনিয়র সহ সভাপতি, হাজি সলিম উল্যাহ, সহ-সভাপতি, ওসমান গনি, সহ সম্পাদক, নান্টু সাহা- দপ্তর সম্পাদক, ফরহাদ উদ্দিন- অর্থ সম্পাদক, মিরাজ উদ্দিন- সাংগঠনিক সম্পাদক, সৈকত উদ্দিন- ক্রীড়া সম্পাদক, আবদুল্লা জাবের- ধর্ম সম্পাদক, ফয়েজ উদ্দিন- প্রচার সম্পাদক, রাশেদ উদ্দিন, কার্যকরী সদস্য, আকরাম উদ্দিন- কার্যকরী সদস্য। 
 
নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সাবেক সোনালী ব্যাংক কর্মকর্তা মোঃ আবদুর রহিম।