

আবু বক্কর ছিদ্দিক পাবেল, কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় আওয়ামীলীগের ইউপি নির্বাচন-১৬ চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন কমিটি ৮টি ইউনিয়নে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রাথমিক ভাবে ৮ নেতাকে মনোনয়ন দিয়েছে।
বসুরহাট পৌরসভা হলরুমে বৃহস্পতিবার ও শুক্রবারে কোম্পানীগঞ্জ উপজেলার ১নং সিরাজপুর, ২নং চরপার্বতী, ৩নং চরহাজারী, ৪নং চরকাঁকড়া, ৫নং চরফকিরা, ৬নং রামপুর, ৭নং মুছাপুর, ৮নং চরএলাহী ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের কাউন্সিলরদের ভোট গ্রহন করে চেয়ারম্যান প্রার্থী মনোনয়নের জন্য।
১নং সিরাজপুর ইউনিয়নে কাউন্সিলরদের ২১ভোট পেয়ে দলীয় চেয়ারম্যান পদে মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সিরাজপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নুর নবী চৌধুরী। অপর প্রতিদ্বন্দ্বি সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিন মিকন পেয়েছেন ১১ ভোট, আবদুল আউয়াল তানসান পেয়েছেন ২ভোট।
২নং চরপার্বতী ইউনিয়নে আওয়ামীলীগ নেতা ও ধনাঢ্য ঠিকাদার রতনের বড় ভাই জাহাঙ্গীর আলম ২২ভোট পেয়ে দলীয় মনোনয়ন পেয়েছেন। অপরদিকে তার প্রতিদ্বন্দ্বি বর্তমান ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মোজাম্মেল হোসেন কামরুল পেয়েছেন ১১ভোট।
৩নং চরহাজারী ইউনিয়নে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি নুরুল হুদা ২১ভোট পেয়ে দলীয় মনোনয়ন পেয়েছেন। অপরদিকে তার প্রতিদ্বন্দ্বি উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক নুরুজ্জামান স্বপন পেয়েছেন ১৬ভোট, এখানে সর্বনি¤œ ৫ভোট পেয়েছে সাবেক ইউপি সদস্য রাফেল।
৪নং চরকাঁকড়া ইউনিয়নে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও বিগত ইউপি নির্বাচনে বিএনপি প্রার্থী আবু নাছেরের কাছে পরাজিত প্রার্থী হাজী সফি উল্যাহ এবারও আবার দলীয় মনোনয়ন পেয়েছেন। তিনি পেয়েছেন ২১ভোট। বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ হানিফ সবুজ পেয়েছেন ১০ভোট, বিশিষ্ট ব্যবসায়ী, আওয়ামীলীগের দুর্দিনের কান্ডারী ও দলের পরীক্ষিত ত্যাগী নেতা ফখরুল ইসলাম সবুজ পেয়েছেন ৬ভোট।
৫নং চরফকিরা ইউনিয়নে উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের বড় ভাই সলিম উল্যাহ টেলু ১৮ ভোট ও জামাল উদ্দিন লিটন ১৮ ভোট পায়। উভয়ে সমান ভোট পাওয়ায় ওই ইউনিয়নের এখনও মনোনয়ন দেওয়া হয়নি।
৬নং রামপুর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান ইকবাল বাহার চৌধুরী ২১ ভোট পেয়ে দলীয় মনোনয়ন পেয়েছেন। ওই ইউনিয়নে নুর আহমেদ চুকানী ৫ ভোট, আওয়ামীলীগ নেতা জহির উদ্দিন ৪ ভোট ও আলা উদ্দিন ১ ভোট পেয়েছে।
৭নং মুছাপুর ইউনিয়নে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক শাহীন চৌধুরী ১৪ ভোট পেয়ে দলীয় মনোনয়ন পেয়েছেন। ওই ইউনিয়নে আমেরিকা প্রবাসী আইয়ুব আলী ১৩ ভোট, ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বাবুল মেম্বার ৭ভোট পেয়েছেন।
৮নং চরএলাহী ইউনিয়নে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবদুর রেজ্জাক মেম্বার ১৮ ভোট পেয়ে দলীয় মনোনয়ন পেয়েছেন। ওই ইউনিয়নে তার প্রতিদ্বন্দ্বি সিপিপি নেতা আবদুল গণি ১৩ ভোট এবং ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সাহাব উদ্দিন ৭ভোট পেয়েছেন। আগামী ২৯মার্চ ইউনিয়ন পরিষদ নির্বাচনে এই প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন।
তবে ৮ইউনিয়নের সবকটি ইউনিয়নেই আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে স্ব-স্ব উদ্যোগে প্রত্যেকে গনমাধ্যম কর্মীদের জানিয়েছেন।
এক্ষেত্রে ১নং সিরাজপুর ইউনিয়নে উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সম্পাদক, সর্বত্র আলোচিত তারুণ্যের অহংকার নাজিম উদ্দিন মিকন, ২নং চরপার্বতী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান, জেলায় দু’বার নির্বাচিত শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হোসেন কামরুল, ৩নং চরহাজারী ইউনিয়নে উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক ও মানবাধিকার কর্মী নুরুজ্জামান স্বপন, ৪নং চরকাঁকড়া ইউনিয়নে সর্বস্তরের মানুষের অহংকার, বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবী ফখরুল ইসলাম সবুজ,
৫নং চরফকিরা ইউনিয়নে দলীয় মনোনয়নের জন্য দু’জন প্রার্থী সমান সংখ্যক ভোট পাওয়ায় ওই ইউনিয়নে সাবেক ছাত্রনেতা বর্তমান চেয়ারম্যান জামাল উদ্দিন লিটন এবং কোম্পানীগঞ্জ উপজেলা ও ইউনিয়নের সর্বত্র রহস্য পুরুষ হিসেবে খ্যাত ছলিম উল্যাহ টেলু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে সর্বত্র আলোচনায় রয়েছেন।
নোয়াখালীর পাতা ডেস্ক/কোম্পানীগঞ্জ প্রতিনিধি/জিকেআরটি/২০ ফেব্রুয়ারি ২০১৬
এ বিভাগের অন্যান্য সংবাদ
- কাজী অফিস নোয়াখালী চৌমুহনী
- চাটখিলের শাহাপুরে আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন
- বন্ধু জুতা সেলাই করছেন, পাশে বসে গল্প করছেন মাশরাফি
- গতকাল থেকে খালেদা জিয়ার জ্বর
- জেলা প্রশাসক ও সিভিল সার্জন সমন্বয়ে প্রকাশ্যে পানের বিরুদ্ধে নিয়মিত অভিযান !
- নোয়াখালীতে মহিলা বিষয়ক দপ্তরে জাতীয় পতাকা না করায় তদপ্ত সাপেক্ষে রাষ্ট্রীয় আইনে বিচার করার অনুরোধ
- নোয়াখালীতে পূজামন্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান করেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী
- ব্র্যাক এর সহযোগীতায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত
- মেডিকেল সেন্টার উদ্বোধনের মধ্যদিয়ে শুরু, ভবিষ্যতে এটি নোবিপ্রবির আধুনিক হেলথ রিচার্স সেন্টারে উপনিত হবে – প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন
- বিআরটিএ নির্দেশনায় সুশৃঙ্খলভাবে পথ চলার আহবান করেন: জেলা প্রশাসক ও প্রকৌশলীগন
Leave a Reply