1f8b8067745c2d5b828246af12431d22-p-6

নিজস্ব প্রতিনিধি:
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও একুশে ফেব্রুয়ারি শহিদ দিবস উপলক্ষে আজ (২০ ফেব্রুয়ারি) নোয়াখালীর কেন্দ্রীয় শহিদ মিনার পাঙ্গেনে ৭দিন ব্যাপি বই মেলা শুরু হয়ছে।

নোয়াখালী জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস আনুষ্ঠিক ভাবে মেলার উদ্ভেধন করেন।

মেলায় ৫০ টি’র অধিক স্টল রয়েছে। প্রতিদিন সকাল ১০ টায় থেকে  রাত ৯টা
পর্যন্ত সকলের জন্য উম্মুক্ত থাকবে।

নোয়াখালীর পাতা ডেস্ক/নিজস্ব প্রতিনিধি/জিকেআরটি/২০ ফেব্রুয়ারি ২০১৬