shok

নিজস¦ প্রতিনিধি:
নোয়াখালী বেগমগঞ্জ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক জাহাঙ্গির আলম গতকাল রাতে ঢাকার মিরপুরে নিজ বাসগৃহে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি……..রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬১ বছর। তিনি স্ত্রী ৩ মেয়ে এবং বহু আত্বীয়-স্বজন রেখে গেছেন।

এর আগে তিনি জেলা যুবদলের সভাপতি ছিলেন। তার মৃত্যুতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শোক জানিয়েছেন।

আজ বাদ জোহর চৌমুহনী পাবলিক হলে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তার নিজ বাড়ী সেনবাগের ছমিরমুন্সিরহাটের ইয়ারপুরে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। জানাজায় বেগমগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আব্দুর রহিম,

সোনাইমুড়ি উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন, চৌমুহনী পৌর আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র আক্তার হোসেন ফয়সাল, চৌমুহনী পৌর বিএনিিপর সভাপতি জহির উদ্দিন হারুন, সাধারন সম্পাদক মোঃ মহসিন ও জেলা বিএনপির নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।