10

নিজস্ব প্রতিনিধি:
সততা, নিষ্ঠা আর যোগ্যতা এবং জেলার প্রত্যন্ত অঞ্চলে শান্তি, শৃঙ্খলা দিনদিন বৃদ্ধিসহ জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠ পরিবেশ ফিরিয়ে আনা, স্বাস্থ্য, অবকাঠামোর উন্নয়নের কারণে নোয়াখালী জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস সম্প্রতি চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসাবে নির্বাচিত হওয়ায় রবিবার বিকেলে জেলা প্রশাসক সভাকক্ষে নোয়াখালী জেলা এন.জিও ফোরামের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।

পরে জেলায় কর্মরত জি.ও এন.জি.ও কর্মীদের মাসিক সমন্বয় সভা ও কাজের মূল্যয়ন ও পরামর্শ প্রদান করা হয় এবং দূর্যোগ মোকাবেলায় কর্মীদের প্রশিক্ষণের পরামর্শ দেন। এসময় জেলার কর্মরত প্রায় কয়েক শত জি.ও. এন.জি.ও কর্মী উপস্থিত ছিলেন।

অতিরিক্ত জেলা প্রশাসক সুব্রত কুমার দে এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন “এসো গড়ি” উন্নয়ন সংস্থার চেয়ারম্যান আবদুল আউয়াল, “এক রাশ” এর প্রধান নির্বাহী হাসেম, “বেগমগঞ্জ-সোনাইমুড়ী শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়ন ফাউন্ডেশন” এর চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিন মিঠু, প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভানেত্রী ও চৌমুহনী পৌরসভার কাউন্সিলর প্রতিভা রাণী দাস প্রমুখ।
বক্তাগন জেলা প্রশাসকের এই সফলতায় তাকে ধন্যবাদ জানান এবং চট্টগ্রাম বিভাগের একজন শ্রেষ্ঠ ডিসি হিসেবে পুরষ্কৃত হয়ে নোয়াখালীকে গর্বিত করেছে বলে জানান।

জিকেআরটি/নোয়াখালীর পাতা ডেস্ক/১৭ অক্টোবর ২০১৬