ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে জয়ের নায়ক ছিলেন মাশরাফি বিন মতুর্জাImage copyrightবিবিসি
Image captionইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে জয়ের নায়ক ছিলেন মাশরাফি বিন মতুর্জা

বাংলাদেশ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেছেন, ইংল্যান্ডের বিপক্ষে খেলার সময় উদযাপনে কোন বাড়াবাড়ি হয়নি বলেই তিনি মনে করেন, ফলে এ ব্যাপারে দুঃখ প্রকাশ করার কিছু নেই।

রোববার ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে জস বাটলারের উইকেট পাওয়ার পরের উদযাপনে সময় বাংলাদেশের ক্রিকেটাররা অশোভন আচরণ করেছে বলে জানিয়েছে খেলাটির নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

সেজন্য অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এবং ব্যাটসম্যান সাব্বির রহমানকে জরিমানাও করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

কিন্তু বাংলাদেশ দলের অধিনায়ক দাবী করেছেন, সেদিনের উদযাপনটি সাধারণ একটি উদযাপনই ছিল মাত্র।

মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডে ও সিরিজের ফলাফল নির্ধারণী ম্যাচের আগের দিনের সংবাদ সম্মেলনে সেদিনের অতিরিক্ত উদযাপনের জন্য ইংল্যান্ড দলের কাছে দুঃখ প্রকাশ করবেন কিনা, এমন প্রশ্ন করা হলে সে সম্ভাবনা খারিজ করে দেন মাশরাফি।

“আমরা কোনো ভুল করিনি। সুতরাং দুঃখ প্রকাশের কিছু নেই। ছেলেরা জাস্ট সেলিব্রেট করছিলো” – বলেন বাংলাদেশের অধিনায়ক।

জস বাটলারের উইকেট পাবার পরের উদযাপন নিয়েই আলোচনার সূত্রপাতImage copyrightবিবিসি
Image captionজস বাটলারের উইকেট পাবার পরের উদযাপন নিয়েই আলোচনার সূত্রপাত

মাশরাফি আরো বলেন, “ওখানে যা-ই হয়েছে, দেখার জন্য ম্যাচ রেফারি ছিলেন। আবারও বলছি, আমরা শুধু একটা আউটই উদযাপন করেছি।”

তাহলে ম্যাচ রেফারির সিদ্ধান্ত মেনে নিচ্ছেন কিনা – এমন প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, আইসিসির সিদ্ধান্ত মেনে নেয়া ছাড়া কোন উপায় নেই।

তবে রোববার ম্যাচ শেষের অপ্রীতিকর ঘটনা কিংবা জরিমানার বিষয়গুলো নিয়ে ততটা ভাবছেন না বলে জানিয়ে বাংলাদেশের অধিনায়ক বলছেন, এখন কেবল মাঠের খেলার দিকে মনোযোগ দিচ্ছে দল।

এদিকে, সেদিনের ঘটনা নিয়ে ইংল্যান্ড দলের সংবাদ সম্মেলনেও প্রশ্ন ওঠে।

জবাবে সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে আসা মইন আলী স্বীকার করলেন, প্রতিযোগিতাপূর্ণ ম্যাচে এমনটি হতেই পারে।

তবে তিনিও খেলায় মন দেবার কথাই বলেছেন।